জাতির পিতার জন্মবার্ষিকীতে কারাতে খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হলো চট্রগ্রাম রাইফেলস ক্লাব


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :২০ মার্চ, ২০২৩ ১:৫৭ : পূর্বাহ্ণ 482 Views

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাইফেলস ক্লাবে জেকেএ (জাপান কারাতে অ্যাসোসিয়েশন) ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‌”ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টস কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ”-২৩ সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।এতে চ্যাম্পিয়ন হয়েছে সোতোকান কারাতে, বাংলাদেশ এবং রানার্সআপ হয়েছে টিম চিটাগং।দু’দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে ৭৫টি ক্যাটাগরিতে সারা দেশের ৩৭টি দলের নয়শোর বেশি কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করেন।যা এযাবৎ কালে বাংলাদেশের কারাতে ইতিহাসে সর্বোচ্চ খেলোয়াড়দের অংশগ্রহনে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতা।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন।জেকেএ (জাপান কারাতে অ্যাসোসিয়েশন) ওয়ার্ল্ড ফেডারেশন এর বাংলাদেশ প্রতিনিধি তুলুস সামশ এর সার্বিক তত্বাবধানে বৃহৎ এই আয়োজনের সফল সমাপনী অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান,চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,বাংলাদেশে কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী,বিকেএফ (বাংলাদেশ কারাতে ফেডারেশন) কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ,বিকেএফ’র (বাংলাদেশ কারাতে ফেডারেশন) নির্বাহী সদস্য আনসার আলী হিরা,নুর মোহাম্মদ রকি,কবির আকবার চৌধুরী তাজ,মইনুল হোসেন,আলেকজান্ডার বো এবং বাংলাদেশ সিতোরিউ কারাতে ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি ও বাংলাদেশের জাতীয় কারাতে দলের সাবেক কোচ তেতসুরো কিতামুরা।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আ জ ম নাছির উদ্দীন বলেন,চট্টগ্রাম ও চট্টগ্রামের খেলোয়াড়দের সহযোগিতায় আমি সব সময় পাশে ছিলাম এবং আমৃত্যু থাকবো।এছাড়াও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগ ৪৯টি স্বর্ণ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় জেকেএ বাংলাদেশের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিনকে সংবর্ধনাও দেয়া হয়।গত ৫ম সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৩তম নেপাল সাফ গেমসে পদক জয়ী খেলোয়াড়সহ শেখ কামাল জাতীয় যুব গেমসে পদক জয়ী খেলোয়াড়দেরও সংবর্ধনা দেয়া হয়।এর আগে শুক্রবার (১৭ই মার্চ) টুর্নামেন্টেটির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং জেকেএ বাংলাদেশের সহ-সভাপতি হাফিজুর রহমান।এসময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবং জেকেএ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য এবং জেকেএ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান উপস্থিত ছিলেন।এদিকে জেকেএ (জাপান কারাতে অ্যাসোসিয়েশন) ওয়ার্ল্ড ফেডারেশন এর বাংলাদেশ প্রতিনিধি তুলুস সামশ বৃহৎ এই কারাতে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেন,দেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় কোনও কারাতে প্রতিযোগিতা যেখানে নয়শোর বেশি খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহন করলো।কারাতে খেলোয়াড়দের প্রতিভা বিকশিত করার জন্য আগামীতেও এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!