এই মাত্র পাওয়া :

বান্দরবানে জেলা পর্যায়ে ইফার সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতা সম্পন্ন


প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০১৭ ৭:১৭ : অপরাহ্ণ 1399 Views

মোহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানে ইফার উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনে প্রথম স্থান অধিকার করে বান্দরবান জেলা পর্যায় সেরা নির্বাচিত হয়েছেন নাইক্ষংছড়ি বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ¥ শ্রেনীর ছাত্র মাহাথিরুল আলম রোজেন। দি¦তীয় স্থান অধিকার করেছেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ‘ক’ শাখার ছাত্র ইমরান সাজ্জাদ সাব্বির। ১৭ই এপ্রিল সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে ইফার উদ্যোগে এক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বান্দরবান জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মুনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী,বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী,বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ,যুব উন্নয়নের উপ-পরিচালক সাইফুদ্দীন মুঃ হাসান আলী,বাংলাদেশ বেতার বান্দরবান এর সহকারী পরিচালক ইকরামুল কবির,বান্দরবান প্যারিস প্যারাডাইস প্রকল্প পরিচালক শেখ সালাহ উদ্দিন দিনার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান ইফার ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম সজিব। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফিল্ড সুপারভাইজার মাওঃ আবু তালেবর মঈনী। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন বান্দরবান সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও শিল্প কলা একাডেমির প্রশিক্ষক এম এ মোমেন চৌধুরী। প্রতিযোগীতায় উপস্থিত বক্তৃতা (বঙ্গ বন্ধুর ৭ই মার্চের ভাষন),কবিতা আবৃত্তি,রচনা,হামদ-না’ত,আযান,ক্বিরাত প্রতিযোগীতায় জেলা ও উপজেলা সদরের সরকারী উচ্চ বিদ্যালয়,ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,আল ফারুক ইনষ্টিটিউট,আদর্শ সঃ প্রাঃ বিদ্যালয়,বান্দরবান কালেক্টরেট স্কুল,লামা-আলী কদম,নাইক্ষংছড়ির বিভিন্ন স্কুল ও মাদ্রাসা,ইসলামী শিক্ষা কেন্দ্র,বালাঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়,কালাঘাটা সঃ প্রাঃ বিদ্যালয় ও বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে মোট ৬০টি পুরুস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতায় উপস্থিত বক্তৃতা বঙ্গ বন্ধুর ৭ই মার্চের ভাষনে প্রথম স্থান অধিকারী মাহাথিরুল আলম রোজেনকে পৌর মেয়র খুশি হয়ে ব্যাক্তিগত ভাবে নগদ ২০০০ টাক প্রদান করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান ইফার সিনিয়র অফিসার মাহফুর রহমান,ইফার মডেল কেয়ার টেকার আব্দুল আলমসহ অন্যা কেয়ারটেকারগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগন বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর