

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বিএনপির স্থানীয় কমিটির সদস্য এম কে আনোয়ার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।সোমবার দিবাগত রাত ১.৪০ মিনিটে এলিফ্যান্ট রোডের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।এমকে আনোয়ারের ছেলে মাহবুবুর আনোয়ারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৫) বছর।তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপারন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর।বর্ণাঢ্য এই রাজনীতিকের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার সংক্ষেপে তিনি এম কে আনোয়ার হিসেবেই সর্বময় পরিচিত।১ জানুয়ারি ১৯৩৩ সালে কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করা এম কে আনোয়ার কর্মজীবনে পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ-পদে দায়িত্ব পালন করেছেন।সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন।পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।একই সময়ে তিনি দুইবার বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন।এদিকে বিএনপি’র এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান জেলা বিএনপি সভাপতি সাচিং প্রু জেরী ও বান্দরবান জেলা বিএনপি প্রভাবশালী সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান।তাৎক্ষণিক এক শোকবার্তায় বান্দরবান জেলা বিএনপি নেতারা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং এম.কে.আনোয়ার এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এসময় তাঁরা আরও বলেন,দেশের এই ক্রান্তিকালে এবং দলের দুঃসময়ে জনাব এম.কে. আনোয়ার এর মতো একজন সব্যসাচী বিএনপি নেতার ইন্তেকালে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।