বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২০ ৮:৫৭ : পূর্বাহ্ণ 501 Views

“ মৈত্রীর বন্ধনে ক্রীড়া ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রোববার বিকেলে সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান ওএসপি,এএফডব্লিউসি,পিএসসি,জেনারেল অফিসার কমান্ডিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তার সাথে বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান এএফডব্লিউ,পিএসসি, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম এইসি, বোমাং রাজা উচ প্রু চৌধুরী, পুলিশ সুপার জেরিন আখতারসহ সেনাবাহিনী ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মনোজ্ঞ কুচকাওয়াজ এর মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয়। পরে ম্যারাথন সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, শান্তি ও সম্প্রীতি এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বান্দরবানে যে শান্তি ও সম্প্রীতি রয়েছে তা দেশের অন্য কোন জায়গায় দেখা যায় না। তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন, পরে প্রধান অতিথি অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!