এই মাত্র পাওয়া :

বান্দরবানের বিএনপি নিয়ে তোলপাড়,চেয়ারপারসন কার্যালয়ে অবস্থান নিলো নেতাকর্মীরা


প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০১৭ ৮:০৭ : অপরাহ্ণ 878 Views

বিশেষ প্রতিবেদক,সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা বিএনপির কমিটি গঠন নিয়ে গত ৪৫ দিনের বিরোধ এবার রাজধানী ঢাকার বিএনপি চেয়ারপারসন এর গুলশান কার্যালয়ে এসে ঠেকেছে।মূলত মার্চের ২ তারিখে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ২ সদস্য বিশিষ্ট কমিটি কে অবৈধ আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন কার্যালয় ঘিরে গুলশান এলাকায় বিভিন্ন ব্যানার,ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে নিয়ে সহস্রাধিক নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।তৃণমূল নেতাকর্মীদের একটাই দাবী তাঁরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্যই উক্ত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছেন।তারা বলছেন এইভাবে কোনও অপশক্তি দ্বারা প্রানের সংগঠন বান্দরবান জেলা বিএনপিকে তারা কোনওভাবেই ধ্বংশ হতে দিতে পারেন না।নেতাকর্মীরা তাদের হাতে শোভিত বিভিন্ন প্ল্যাকার্ড গুলোতে অগনতান্ত্রিক উপায়ে গঠন করা আংশিক কমিটি বাতিল,পকেট কমিটি মানিনা,দল বাচাঁতে দলীয় চেয়ারপারসন এর প্রতি আকুতি জানিয়ে কেন্দ্রীয় বিএনপির অনুমোদিত ৯৮৩ সদস্য নিয়ে কাউন্সিল এর মাধ্যমে নতুন করে কমিটি গঠনে বিএনপি চেয়াপারসন এর হস্তক্ষেপ কামনা করছেন।পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের রাজনৈতিক সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনতিবিলম্বে এই নেতার বিষয়ে সঠিক এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির বান্দরবানের তৃণমূল নেতাকর্মীরা।নেতাকর্মীরা বলছেন বান্দরবানের একটি পক্ষ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমই কেন্দ্রীয় নেতৃত্ব কে ভুল তথ্য দিয়ে কমিটি অনুমোদন করিয়েছে।ঢাকায় অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের সুত্রে জানা যায় সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে বর্তমানে বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছে।চারটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান,বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা ছাড়াও বান্দরবান জেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া কমিটির শীর্ষ নেতা,৭ টি থানা কমিটির সভাপতি,সম্পাদক,সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎয়ে মিলিত হবার উদ্দেশ্য নিয়ে।সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বান্দরবান জেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া কমিটির নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সাক্ষাৎ করে বান্দরবান জেলা বিএনপি নিয়ে ঘটে যাওয়া বিগত দুই মাসের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।এসময় বিএনপি মহাসচিব নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে যত দ্রুত সম্ভব উক্ত বিষয়ের একটি ফয়সালা করে দিবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আস্বস্ত করেন।এদিকে ঢাকায় অবস্থানরত নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় বান্দরবান জেলার শীর্ষ নেতা বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর নেতৃত্বে সিনিয়র একটি টিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ারপারসন এর গুলশান কার্যালয়ে অবস্থান করছেন এবং যেকোনও সময় তাদের এই সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।এদিকে এই রিপোর্ট লেখার সময় বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একটি বিশ্বস্ত সুত্র সিএইচটি টাইমস ডটকমকে নিশ্চিত করেছে রাত ১১:২০ মিনিটের সময় বান্দরবানের বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এর নেতৃত্বে বান্দরবান জেলা বিএনপির নানা স্তরের ১১ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বান্দরবান জেলা বিএনপি কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে মতববিনিময়ে মিলিত হয়েছেন।৩০ মিনিট স্থায়িত্ব এই মতবিনিময় সভায় ১১ বিশিষ্ট প্রতিনিধি দলে বান্দরবান জেলা মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগম এবং বান্দরবান জেলা মহিলা দল সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লীনা উপস্থিত ছিলেন বলে বিশ্বস্ত সুত্রটি নিশ্চিত করেছে।মতবিনিময়ে বিএনপি চেয়ারপারসন জেলা নেতাদের কি বলেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।এদিকে ঢাকা থেকে টেলিফোনে সিএইচটি টাইমস ডটকমকে বান্দরবান বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল কুদ্দুছ জানিয়েছেন,আমরা সংঘাত সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাসী নই।আদর্শের রাজনীতি করি,মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলা রাজনীতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এসেছি পাশাপশি কেন্দ্র অনুমোদিত ৯৮৩ কাউন্সিলর নিয়ে সম্মেলনের মাদ্ধমে নেতা নির্বাচন করার দাবী জানাবো।সম্মেলনে কাউন্সিলররা যাদেরকেই নেতা হিসেবে নির্বাচিত করবে তাদের নেতৃত্ব মেনে নিয়ে বান্দরবানের বিএনপি কে শক্তিশালী করতে মিলেমিশে একযোগে কাজ করবো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর