এই মাত্র পাওয়া :

ইউটিউবে ঝড় তুলেছে আসিফের ‘ফুঁ’ গানের মিউজিক ভিডিও..!!!


প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০১৮ ৫:৫৫ : পূর্বাহ্ণ 1043 Views

বিনোদন ডেস্কঃ-কণ্ঠ দেয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে ভিন্ন ভিন্ন লুকে মিউজিক ভিডিওতে হাজির হচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।এবার নতুন লুকে দেখা যাবে ‘ফুঁ’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে।চলতি বছরের শুরুতে নতুন কিছু পরিকল্পনা হাতে নেয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।এরই ধারাবাহিকতায় প্রকাশ হয়েছে আসিফের নতুন গান ‘ফুঁ’।তার ‘ফুঁ’ গানের মিউজিক ভিডিও ইউটিউবে ঝড় তুলেছে। ‘শুধু দুঃখকে কষ্ট দেবো/কষ্ট পুড়িয়ে শেষে উড়িয়ে দেবো’ এমন কথার গানটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার রাতে।একদিন না পেরোতেই প্রায় আড়াই লাখের কাছাকাছি ভিউ হয়েছে গানটির।গানটি লিখেছেন মারজুক রাসেল।সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিশ।ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন সিনি স্নিগ্ধা।ভিন্ন আঙ্গিকে তৈরি মিউজিক ভিডিওতে ক্রেজি লুকে হাজির হয়েছেন বাংলা গানের এই যুবরাজ।মিউজিক ভিডিওতে একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন আসিফ।ভিডিওতে দেখা যায়,ঝড় বৃষ্টির রাত।বৃষ্টি মাথায় নিয়ে এক পরিচিতের বাসার দরজায় কড়া নাড়েন আসিফ।ভেতর থেকে একটি মেয়ে দরজা খুলে দেয়।দুজন দুজনকে দেখে চমকে যান।আসলে এই মেয়েটি আর কেউ নন আসিফেরই সাবেক প্রেমিকা।মেয়েটি আসিফকে জানায় তার স্বামী বাসায় নেই।খালি বাসায় রাতটা তার সঙ্গে কাটানোর আহ্বান জানায় ওই মেয়ে।আসিফ কি প্রেমিকার আহ্বানে সাড়া দেন নাকি ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন তাকে।তা মিউজিক ভিডিও দেখলেই জানা যাবে।ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।গানটির ব্যাপারে আসিফ বলেন,এরমধ্যে আমার যে কয়টি ভিডিও প্রকাশ হয়েছে এগুলোর মধ্যে এটি অন্যরকম।আমাকে অভিনয়ের দিকেও নজর দিতে হয়েছে বেশ।যদিও অভিনয় করা আমার কাজ না।তবুও চেষ্টা করেছি ভালো কিছু করার।সেক্ষেত্রে আমাকে দিয়ে অভিনয় করিয়ে নেয়ার কৃতিত্ব পরিচালকেই দেবো।তিনি আরও বলেন,আর এই গানের মাধ্যমে মারজুক রাসেলের সঙ্গে অনেকদিন পর কাজ করা হলো। গানটি কেমন হয়েছে তা বিচার করবেন দর্শক-শ্রোতারাই।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর