মাহাথিরের সঙ্গে আর কোনো শত্রুতা নেই : আনোয়ার


প্রকাশের সময় :১৭ মে, ২০১৮ ১:৫৭ : পূর্বাহ্ণ 828 Views

আন্তর্জাতিক ডেস্কঃ-গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোয় দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।মাহাথির মোহাম্মদের সঙ্গে অতীতের ঘটনাবলী নিয়ে তিনি বলেন,বহু আগেই মাহাথিরের সঙ্গে শত্রুতার অবসান ঘটেছে।এখন আমরা একই লক্ষ্যে কাজ করছি।

দ্বিতীয় মেয়াদে তিন বছর কারাগারে বন্দি থাকার পর বুধবার মুক্তি পেয়ে এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন।

তিনি বলেন,এখন থেকে মালয়েশিয়ায় এক নতুন সূর্য উঠেছে।মালয়,চীনা,ভারতীয়,কাদাজান,ইবান- ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

জনগণ পরিবর্তন চেয়েছে।এখন পাকাতান হারাপানের দায়িত্ব হচ্ছে,জনগণের কাছে দেয়া তাদের প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করা বলে মন্তব্য করেন দেশটির এই জনপ্রিয় রাজনীতিবিদ।

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন,তিনি এক থেকে দুই বছর সরকার পরিচালনা করবেন।

এর পর আনোয়ারের হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন বলে আভাস দিয়েছেন।

 

আনোয়ার বলেন,মাহাথিরের সঙ্গে আগে যা কিছু ঘটেছে,তা অতীত হয়ে গেছে।আমাদের মধ্যে সব ধরনের শত্রুতার অবসান ঘটেছে।বহু আগেই তা হয়েছে।

সরকারপ্রধান মাহাথিরের হাত থেকে যাতে মসৃণভাবেই ক্ষমতার পালাবদল ঘটে তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।

আনোয়ার ইব্রাহিম বলেন,আমি তাকে ক্ষমা করে দিয়েছি।মঙ্গলবার জেল থেকে তার মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।বুধবার সকালে ক্ষমা পরিষদের বৈঠকে রাজা ঘোষিত সাধারণ ক্ষমা নিয়ে আলোচনার পর আনোয়ার মুক্তি পান।

স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি হাসপাতাল (প্রিজন) থেকে বেরিয়ে আসেন।মুক্তির পর হাসপাতালের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি রাজপ্রাসাদে যান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!