এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

টেক্সাসে বন্দুকধারীর বেপরোয়া গুলিতে ১৮ শিক্ষার্থীসহ নিহত ২১


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৫ মে, ২০২২ ৫:১৮ : অপরাহ্ণ 485 Views

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারো বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৪ মে) দুপুরে এক বন্দুকধারী একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়।ওই হামলায় এ পর্যন্ত ১৮ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এবিসি ও আল জাজিরা।

এক সংবাদ সম্মেলনে টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, ১৮ বছর বয়সী একজন বন্দুকধারী সান অ্যান্টোনিওর পশ্চিম দিকে অবস্থিত ইউভালদের রব এলিমেন্টারি স্কুলে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। প্রথমে ১৫ জন নিহতের কথা জানা গেলেও পরবর্তী সময়ে ১৮ শিক্ষার্থীসহ মোট ২১ জনের মৃত্যুর কথা জানানো হয়। বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়ে এতজন মানুষকে হতাহত করেছে বলে জানান অ্যাবট।

১৮ বছর বয়সী ওই বন্দুকধারী দুপুরের দিকে রব এলিমেন্টারি স্কুলে যাওয়ার আগে তার দাদীকেও গুলি করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীর পরিচয় যতটুকু প্রকাশিত হয়েছে, তাতে জানা গেছে, সালভাদর রামোস নামের ওই তরুণ উইভালদেতেই থাকত। সে স্কুলের সামনে তার গাড়ি রেখে স্কুলে প্রবেশ করে এবং হ্যান্ডগান দিয়ে নির্বিচারে গুলি করতে থাকে। সে সময় তার কাছে একটি রাইফেলও ছিল বলে জানা গেছে।


আতঙ্কিত লোকজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় বন্দুকধারীও ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে ইউভালদে উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। জানা গেছে, ঘটনার সময় ওই এলাকায় থাকা একজন বর্ডার টহল এজেন্ট, ব্যাকআপের জন্য অপেক্ষা না করেই স্কুলে ছুটে আসেন এবং ব্যারিকেডের পেছনে থাকা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, পাঁচদিনের এশিয়া সফর থেকে ফিরে আসার সময় রাষ্ট্রপতি জো বিডেনকে এয়ার ফোর্স ওয়ানে গুলি চালানোর বিষয়ে অবহিত করা করা হয়। তিনি আগামী শনিবার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

প্রায় এক দশক আগে কানেকটিকাটের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারিতে বন্দুকধারীদের ২০ শিশু এবং ছয়জন প্রাপ্তবয়স্ককে হত্যা করার পর এটি একটি মার্কিন গ্রেড স্কুলে সবচেয়ে মারাত্মক সহিংস ঘটনা। নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে ১০ জন কৃষ্ণাঙ্গ হত্যার মাত্র ১০ দিনের মাথায় এ ঘটনা ঘটল।

২০১৮ সালে একজন বন্দুকধারী হিউস্টন এলাকার সান্তা ফে হাই স্কুলে ১০ জনকে গুলি করে হত্যা করে। তার এক বছর আগে, টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের একটি চার্চে একজন বন্দুকধারী দুই ডজনেরও বেশি লোককে হত্যা করেছিল। ২০১৯ সালে, এল পাসোর একটি ওয়ালমার্টে আরেকটি বন্দুকধারী বর্ণবাদী হামলায় ২৩ জন নিহত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) তার সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সালে দেশটিতে ১৯ হাজার ৩৫০টি আগ্নেয়াস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যা ২০১৯ সালের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!