নিউজ ডেস্কঃ-আবারও নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে জনসমর্থহীন দল বিএনপি। আসন্ন নির্বাচনকে বহিঃশক্তির মাধ্যমে প্রভাবিত করার আশায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক দুটি লবিং ফার্মকে নিয়োগ দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নিবার্চন নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য এদের নিয়োগ দেয়ার খবর এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত গণমাধ্যম দ্য পলিটিকোর খবরে এ কথা জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, আবদুস সাত্তার নামের এক ব্যক্তি বিএনপির পক্ষ থেকে ‘ব্লু স্ট্র্যাটেজিক’ ও রাস্কি পার্টনার্স’ নামে দুটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছেন। চুক্তি অনুযায়ী ‘ব্লু স্ট্রাটেজিক’কে আগস্ট মাসে ২০ হাজার ডলার দিয়েছে। বছরের বাকি মাসগুলোয় ৩৫ হাজার ডলার করে দেওয়া হবে। রাস্কি পার্টনার্স ব্লু স্টারের সাব-কন্ট্রাক্ট হিসেবে কাজ করবে। এই প্রতিষ্ঠানটি আগস্টের জন্য ১০ হাজার ডলার পেয়েছে। এর পাশাপাশি বাকি মাসগুলোর জন্য পাবে ১৫ হাজার ডলার।
আবদুস সাত্তার নামে বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একজন একান্ত ব্যক্তিগত সহকারী রয়েছেন।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছাড়াও কংগ্রেসম্যান, নিবার্চন পযের্বক্ষণ সংস্থা, নারীর ক্ষমতায়ন বিষয়ক, পাবলিক পলিসি ইনস্টিটিউটসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী বিএনপির হয়ে কাজ করবে ব্লু স্টার।
যুক্তরাষ্ট্র বিএনপির একজন অন্যতম সংগঠক রেজাউল করিম মুরাদ আবদুস সাত্তারের পরিচয় নিশ্চিত করেছে। রেজাউল করিম বাংলাদেশে থাকার সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতেও ছিলেন। রেজাউল করিম বলেন, ওয়াশিংটনে বিএনপির পক্ষে কাজ করতে লবিস্ট নিয়োগকারী আবদুস সাত্তার যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেন। তিনি একজন ব্যবসায়ী।
বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত না থাকলেও দল ক্ষমতায় এলে লাভবান হবেন, এই আশায়ই তিনি এই দায়িত্ব নিয়েছেন। সবকিছুর মূলে কলকাঠি নাড়ছেন পলাতক, দণ্ডিত আসামী তারেক জিয়া।
লবিস্ট নিয়োগের ইতিহাস বিএনপির জন্য অবশ্য এটাই নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে। এমনকি ঘৃণিত যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেও বিদেশে মোটা অংকের টাকায় লবিস্ট রাখে বিএনপি জামায়াত জোট। যদিও তাদের সেসকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। বহু রথী মহারথীর অন্যায় আবদারও মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়চিত্তে নাকচ করে দেন।
বর্তমানে যুক্তরাজ্যে আছেন ইতিহাসের গর্দভ ছাত্র খ্যাত খুনী তারেক। তিনি নানা মিথ্যাচার-ভণ্ডামীতে আর দুর্নীতির টাকা ছড়িয়ে অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। লবিস্ট নিয়োগ তারই পরিকল্পনার অংশ।
বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার সঙ্গেও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত যোগাযোগ এবং চিঠি আদান-প্রদান করছে বিএনপি।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.