

পুলিশের অভিযানে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এরা হলেন,আজিজনগর সাবেক ইউপি চেয়ারম্যান ও আজিজনগর আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন (৫২) এবং তার পুত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি হাসান নিহাল (৩০)। শনিবার সকালে লামা পুলিশের একটি টিম চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।আইনশৃঙ্খলা বাহিনী জানায়,গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন ও তার পুত্র হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানা এবং লামা থানায় নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলা রয়েছে।জসিম উদ্দিন ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় প্রভাব খাটিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন।সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও তার ছেলে আধিপত্য বিস্তার করে নারী নির্যাতন, বিভিন্ন মানুষকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের আতঙ্কিত করে রেখেছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান,পুলিশ সুপারের দিকনির্দেশনায় আজিজনগর আওয়ামী লীগ সভাপতি এবং ছাত্রলীগ সভাপতি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।সম্পর্কে গ্রেপ্তারকৃতরা বাবা ও ছেলে।আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।