

পার্বত্য অঞ্চলে মাদক নির্মূলে সেনাবাহিনীর কঠোর অবস্থানের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে রেইচা আর্মি ক্যাম্প,বান্দরবান সেনা জোন।বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সময় রেইচা আর্মি ক্যাম্প,বান্দরবান সেনা জোন এর চেকপোস্টে পরিচালিত তল্লাশী অভিযানে ও গোপন সূত্রের ভিত্তিতে ১০ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেইচা আর্মি ক্যাম্প,বান্দরবান সেনা জোন এর সদস্যরা।ঘটনাস্থলে উপস্থিত সেনা সদস্যরা জানান,সাংগু পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশীর সময় সন্দেহজনকভাবে আচরণ করায় সেটি থামিয়ে তল্লাশি করা হয়।এ সময় ৫টি ২ লিটারের পানির বোতলে মোট ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।এ ঘটনায় বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম পাড়ার বাসিন্দা উথোয় ম্রা মারমা (২০),পিতা মংথুই মারমাকে ঘটনাস্থলেই আটক করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত মদসহ আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রচলিত আইনানুযায়ী বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা যায়,পার্বত্য অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এসব অভিযানের মাধ্যমে শুধু মাদক নয়,চোরাচালান ও অবৈধ অস্ত্র বাণিজ্য রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনা সদস্যরা।স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন,সেনাবাহিনীর উপস্থিতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করেছে এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করছে।সেনাবাহিনী জানায়, বান্দরবানসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।