শাহজালাল বিমানবন্দরে বিপুল মোবাইল উদ্ধারঃ ১ চায়নিজ নারী আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ জুলাই, ২০২৫ ৯:৩১ : অপরাহ্ণ 2 Views

০৫ জুলাই”২৫ দুপুর আনুমানিক ১টায় ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ তাৎক্ষণিক সতর্কতা,তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনায় সক্ষম হন।ঘটনার শুরুতে এ শিফটের ইনচার্জ পিসি মো.রবিউল ইসলাম বিমানবন্দরের ০৫ নম্বর হেভি লাগেজ পয়েন্টে কর্তব্যরত অবস্থায় একজন চায়নিজ নারী যাত্রীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন।সেই সময়ে যাত্রীটি তাকে দেখে দ্রুত রো-ডি সংলগ্ন ওয়াশরুমের দিকে দৌড় দেন।বিষয়টি সন্দেহজনক মনে হলে পিসি রবিউল ইসলাম সঙ্গে সঙ্গে নারী আনসার সদস্য মোছা.শাহানাজ বেগম-এর সহায়তায় তার পিছু নেন এবং নিরাপদে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আনসার সদস্যদের পেশাদারিত্বপূর্ণ তল্লাশির মাধ্যমে উক্ত নারী যাত্রীর হ্যান্ডব্যাগ ও বডি থেকে মোট ৭৯ (উনআশি) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়,যা চোরাচালানের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।উদ্ধারকৃত মোবাইল ফোন এবং চায়নিজ নাগরিক Xuhui Zhong (পাসপোর্ট নম্বর: EP2320166) কে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে এভসেক (AVSEC)-এর উপস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।আনসার সদস্যদের তাৎক্ষণিক সিদ্ধান্তগ্রহণ,পেশাদারিত্বপূর্ণ দক্ষতা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির ফলস্বরূপ এই অভিযানে একটি সম্ভাব্য বড় ধরনের চোরাচালান কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।তাদের এ সাহসী ও সফল তৎপরতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অপরিহার্য ও আস্থাশীল ভূমিকা আরও একবার প্রমাণ করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!