এই মাত্র পাওয়া :

শিরোনাম: শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ১১ পূজা মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করলো বান্দরবান রিজিয়ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ৩২ পূজা মন্ডপের জন্য অনুদানের চেক বিতরণ পুলিশের অভিযানে ইজিবাইক চালক হত্যার ঘটনায় গ্রেফতার ১ চাকসু নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সাথে পিসিসিপি নেতৃবৃন্দের মতবিনিময় বান্দরবানে সেনাবাহিনীর সহায়তায় ১০৪ বম নাগরিক কারামুক্ত নানা অনিয়মের অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করলো দুর্নীতি দমন কমিশন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত বান্দরবানে শুরু হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগঃ সাইফুলের খোঁজে পুলিশের অভিযান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৩ জুন, ২০২৫ ৮:০৯ : অপরাহ্ণ 173 Views

নাস্তিক ব্লগার ও লেখক গাজী মো.সাইফুল ইসলামের রাজধানীর ঢাকার উত্তর গোড়ানের সিপাহীবাগ এলাকায় অবস্থিত বাসায় ২০ জুন (শুত্রুবার) মধ্যরাতে সাদাপোশাকে অভিযান চালিয়েছে পুলিশ।অভিযানে অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়,দেশব্যাপী ধর্ম অবমাননার অভিযোগে দায়েরকৃত একাধিক মামলার পরিপ্রেক্ষিতে তাকে খুঁজতে এই অভিযান চালানো হয়।লেখক ও ব্লগার গাজী মো.সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে ‘এথিস্ট নোট’ এবং ‘এথিস্ট ইন বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্ম নিয়ে কটাক্ষ,অবমাননা ও কুৎসা রটানোর অভিযোগ উঠেছে।এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সামাজিক শান্তি বিনষ্টের আশঙ্কা তৈরি হওয়ায় রাজবাড়ী,গোপালগঞ্জ ও ঢাকায় তার বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রুজু হয়েছে।লেখকের পিতা এ কে এম শফিকুল ইসলাম বলেন, “গভীর রাতে পুলিশ এসে আমার ছেলের খোঁজ করছিল।তারা সাদাপোশাকে এসেছিল।এদিকে লেখকের মা মাকসুদা আক্তার জানান, “পুলিশ প্রথমে দরজা খুলতে বলে।আমরা ভয় পেয়ে দরজা না খোলায় তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বিভিন্ন কাগজপত্র তল্লাশি করে।তারা আমার ছেলের লেখালেখি ও তার অবস্থান নিয়ে প্রশ্ন করছিল।” জানা গেছে,রাজবাড়ী সদর আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট,গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আমলী আদালতে ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ (সংশোধিত) এর ২৯৫, ৫০০ ও ৩৪ ধারার অধীনে মামলার নম্বর সি আর-৯৮/২০২৫,রাজবাড়ী আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট,যার মামলার নম্বর সি আর-৩০৪/২০২৫ সহ ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে,মিরপুর থানার অধীনে আমলী আদালতের ৩৭ নম্বর মজলিসে গৃহীত হয় এবং এটি ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ (সংশোধিত) এর ২৯৫ ধারার আওতায় দায়ের করা হয়েছে; মামলার নম্বর সি আর-৩২৭/২০২৫মামলা রয়েছে লেখক ও ব্লগার গাজী মো.সাইফুল ইসলামের বিরুদ্ধে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়,গাজী মো.সাইফুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লার ঝগড়ারচরে অভিযান চালানো হলেও তাকে সেখানে পাওয়া যায়নি।ফলে ঢাকার বাসায় অভিযান পরিচালনা করা হয়।এদিকে,ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ইসলাম বিদ্বেষমূলক লেখালেখির অভিযোগে অভিযুক্ত এই লেখকের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ইসলামপন্থী সংগঠন ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পূর্বে মামলা দায়েরের সময়গুলোতে দেশের বিভিন্ন স্থানের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও স্লোগান দিতে দেখা গেছে বহু সাধারণ ইসলাম পন্থী মানুষকে।
আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ধর্মীয় গোষ্ঠীগুলো।তারা আশাবাদ ব্যক্ত করছেন যে,অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!