এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

উচ্ছেদ আতঙ্কের কথা পার্বত্য প্রতিমন্ত্রী কে জানিয়েছেন ম্রো সম্প্রদায়ের অধিবাসীরা


প্রকাশের সময় :২৭ মে, ২০১৭ ১২:৩২ : পূর্বাহ্ণ 881 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ম্রোরা উচ্ছেদ-আতঙ্কে রয়েছেন বলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে জানিয়েছেন।পাহাড়ি ম্রো জনগোষ্ঠীর লোকজন প্রতিমন্ত্রীকে বলেন,বহিরাগতরা এলাকায় ভূমি দখল করছে।ভিটেমাটি থেকে তাঁদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে।গতকাল বৃহস্পতিবার লামার সরই ইউনিয়নের লুলাইন বাজারে ম্রো সমাবেশে যোগ দেন প্রতিমন্ত্রী।বেলা ১১টায় লুলাইন বাজারে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লে.কর্নেল মাহবুবুর রহমান,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান,লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল।সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংয়ং ম্রো।সমাবেশে লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন,ভূমি দখল ম্রোদের জন্য একটি বড় সংকট।এ সংকট থেকে তাঁদের অবশ্যই রক্ষা করতে হবে।না হলে তাঁরা টিকে থাকতে পারবেন না।এর আগে সকালে জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের লুলাইন বাজারে ম্রো সমাবেশে যাওয়ার পথে ইউনিয়নের ঢেঁকিছড়া পুলা আগাপাড়া,লেমুপালং রাস্তার মাথাসহ বিভিন্ন স্থানে শত শত ম্রো নারী-পুরুষ প্রতিমন্ত্রীকে ঘিরে ধরেন।তাঁরা ভূমি দখল ও দখলদারদের অত্যাচার-উৎপাতের কথা তাঁকে জানান।তিনি ম্রোদের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।ঢেঁকিছড়া পুলা আগাপাড়ার বাসিন্দারা প্রতিমন্ত্রীর কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন,লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির লোকজন জুমে বীজ বপন,বাগান সৃজনে তাঁদের বাধা দিচ্ছেন।অথচ পাড়ার আশপাশের পাহাড়ি জমিতে তাঁরা বংশপরম্পরায় জুমচাষ করে আসছেন।এ বিষয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কামালউদ্দিন বলেন,তাঁরা যখন ঢেঁকিছড়া পুলা আগাপাড়ায় জমি ইজারা নিয়েছেন,তখন সেখানে ম্রো পাড়া ছিল না।ম্রোরাই তাঁদের ইজারা নেওয়া জমি দখল করে পাড়া করেছেন বলে দাবি করেন তিনি।লুলাইন বাজারের পাশে লুলাইনমুখ এলাকার একটি বিহার পরিচালনা কমিটির সভাপতি চংলগ ম্রো সাংবাদিকদের বলেন,আট-নয় বছর আগেও লুলাইনমুখে ২৫ পরিবার নিয়ে একটি ম্রো পাড়া ছিল।পরে মকবুল আহমদ নামের এক ব্যক্তি পাড়াটি দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি।এরপর সেখান থেকে ম্রোদের উচ্ছেদ করা হয়।এ বিষয়ে মকবুল আহমদ বলেন,তিনি কারও জমি দখল করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারলে উপযুক্ত ক্ষতিপূরণ দেবেন।ম্রো সমাবেশে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, নিরীহ ও দরিদ্র ম্রোরা যেখানে যে অবস্থায় রয়েছেন,সে অবস্থায় তাঁরা থাকবেন। জুমচাষ ও বাগান করবেন তাঁরা।কেউ তাঁদের উচ্ছেদ করতে পারবে না।কেউ ম্রোদের জমি দখল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।(((প্রথম আলো)))

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!