এই মাত্র পাওয়া :

সেনাবাহিনীর মাধ্যমে ২০ হাজার পরিবারকে ত্রাণ দেবে বাংলালিংক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ জুলাই, ২০২১ ৩:০৯ : অপরাহ্ণ 339 Views

চলমান করোনা পরিস্থিতি, আর্থিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ২০ হাজার পরিবারকে ত্রাণ দেবে বাংলালিংক। সেনাকল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে এই ত্রাণ বিতরণ করা হবে। বুধবার রাজধানীর সেনাকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে সেনাকল্যাণ সংস্থা ও বাংলালিংকের মধ্যে এই চুক্তি সই হয়। এতে সেনাকল্যাণ সংস্থার উপমহাপরিচালক কর্নেল মো. আনওয়ারুল ইসলাম ও বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান চুক্তিতে সই করেন।

এ সময় সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ ও অ্যাকটিং চিফ টেকনোলজি অফিসার হাসনাত রেজা মাহবুব আলমসহ সেনাকল্যাণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, প্রথম ধাপে চলতি মাসে এবং দ্বিতীয় ধাপে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। ত্রাণ সহায়তা হিসাবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সুজি, চিনি, লবণ, বার সাবান এবং খাবার স্যালাইন দেওয়া হবে। এতে সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা বাংলালিংকের ত্রাণ বিতরণ কর্মসূচিতে আবারও অংশীদার হতে পেরে আনন্দিত। বাংলালিংক ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবসময় এগিয়ে আসে, তা সত্যই প্রশংসনীয়। তিনি বলেন, করোনা মহামারিতে দরিদ্র জনগণের জন্য সেনাকল্যাণ সংস্থা হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর মাধ্যমে যশোর, রংপুর ও বগুড়ায় ত্রাণ পাঠানো হয়েছে। সেনা কল্যাণ সংস্থাও তাদের নিজস্ব তহবিল থেকে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর