সিনহা, তারেক ও ডেভিড বার্গম্যান কানেকশন; উদ্দেশ্য সরকার পতন


প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০১৮ ৪:৪২ : অপরাহ্ণ 718 Views

বান্দরবান অফিসঃ-সরকার বিরোধী জোরালো ভূমিকা রাখতে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে বড় টোপ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। তারেক রহমান এই কাজে ব্যবহার করেছিলেন একটি বিশ্বস্ত মাধ্যম। এই ঘটনা এতদিন ধামাচাপা থাকলেও সম্প্রতি তা ফাঁস হয়ে গিয়েছে। ড. কামালের মেয়ের জামাই ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে তারেক-সিনহার মধ্যে যোগাযোগের জন্য তৃতীয় পক্ষ হিসেবে বেছে নিয়েছিল। তারেক রহমানের প্রত্যাশা ছিল সিনহা এমন একটি রায় দিবেন যাতে করে পাকিস্তানের মতো বাংলাদেশেও আদালতের রায়ের মাধ্যমে সরকারের পতন হয় বা অন্তত পক্ষে সরকার প্রধানকে সরে যেতে হয়। এই বিষয়ে সিনহাকে আইনি সহায়তা দেয়ার জন্য ডেভিড বার্গম্যানকে দিয়ে ড. কামাল হোসেনকে রাজি করিয়েছিলেন তারেক রহমান।

তারেক রহমানের ওই পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু হয়েছিল। তারেক রহমান, ড. কামাল এবং বার্গম্যানের পরবর্তী টার্গেট ছিল বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৫৪ জনের বিরুদ্ধে রিট করা হবে এবং সিনহা এই রিট বাতিল করে দিলে স্বাভাবিকভাবেই সংসদ ভেঙ্গে যাবে। সেই সময় সাময়িক সময়ের জন্য ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো এস কে সিনহা দেশের দায়িত্ব নিবেন। পরবর্তী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে সিনহার জন্য থাকবে আরো বড় পুরস্কার। কিন্তু এরই মাঝে সিনহার নানা দুর্নীতি এবং অপকর্ম গণমাধ্যমে ফলাওভাবে প্রকাশ হতে থাকলে বিচারপতি হিসেবে তার গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়ে।

সম্প্রতি এস কে সিনহার লেখা বই প্রকাশ হলে তার অতীত অপকর্মের গোপন তথ্য বেড়িয়ে আসতে শুরু করেছে। আমেরিকাতে বাড়ি, দুই কোটি টাকার চেক, ক্ষমতা খাটিয়ে প্লট বরাদ্দ, জমি দখল, ৬০ কোটি টাকার উৎকোচ গ্রহণ, অর্থের বিনিময়ে জাজ নিয়োগ, জামায়াতের থেকে টাকা নিয়ে সরকার বিরোধী বই লেখা, টাকা পাচার এমন সব খবরের সাথে নতুন করে যোগ হয়েছে সরকার বিরোধী ষড়যন্ত্রে তারেকের সাথে সায় দেয়া।

মাঠ পর্যায়ে বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা শক্তি দেখাতে ব্যর্থ হয়েই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার বা যেকোন মূল্যে গত এক দশক ধরে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চেষ্টা করে যাচ্ছে। সরকার উৎখাতের জন্য বিএনপি বা তারেক রহমান সিনহার মাধ্যমে সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল। পরবর্তীতে বড় পুরস্কারের লোভে সিনহাও তাতে সাড়া দেয়। কিন্তু তারেক, ড.কামাল ও সিনহার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেলে সেই যাত্রায় তারা সফল হতে পারেনি। কিন্তু তাদের এই ষড়যন্ত্র থেমেও থাকেনি।

আসন্ন একাদশ নির্বাচনকে সামনে রেখে তারা বর্তমান প্রধানমন্ত্রী এবং বিচার ব্যবস্থাকে বিতর্কিত করতে উঠে পড়ে লেগেছে। তারেক রহমান বিশ্বব্যাপী প্রমাণ করতে মরিয়া যে, বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। এই কারণে স্বেচ্ছা নির্বাসিত সিনহাকে মোটা অংকের টাকা দিয়ে বই লিখেয়েছে এবং সেখানে সিনহা মনগড়া অনেক কথা লিখেছে যা বাস্তবতার সাথে কোনো মতেই সঙ্গতিপূর্ণ না।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!