সশস্ত্র সন্ত্রাসে উত্তপ্ত সম্প্রীতির বান্দরবানঃ উদ্ধার হলো ৪ লাশ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৬ মার্চ, ২০২২ ৫:০৭ : অপরাহ্ণ 388 Views

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দুতে দুই গ্রুপের গোলাগুলিতে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রবিবার (৬ মার্চ) সকালে সাংবাদিকদের ব্রিফকালে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)।তিনি জানান,বেলা ১১টার দিকে রোয়াংছ‌ড়ি উপজেলার নোয়াপতং সংলগ্ন মংবাতং এলাকাস্থ সাঙ্গু নদীর তী‌রে পড়ে থাকা গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।এসময় সাম্প্রতিক সময়ে বান্দরবানে যে খুনের ঘটনা গুলো ঘটছে এর সঙ্গে সাধারণ আইনশৃঙ্খলার বিষয়কে মেলানো যাবে না বলে উল্লেখ করেন পুলিশ সুপার জেরিন আখতার।তিনি বলেন,এখানে আগে থেকে ভিন্ন একটি প্রেক্ষাপট আছে।সুতরাং সাধারণ আইন-শৃঙ্খলার বিষয় এবং এই ধরনের সন্ত্রাসী ঘটনাগুলো আলাদাভাবে দেখতে হবে।তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রামে বেশ কয়েকটি সংগঠন সক্রিয় আছে।আধিপত্য বিস্তারসহ অভ্যন্তরীণ নানা কারনে তাদের নিজেদের মধ্যে অনেকগুলো সমস্যা বিরাজ করছে।এদিকে এই প্রতিবেদন লেখাকালীন সময় পর্যন্ত পুলিশ সদস্যরা লাশ গুলো উদ্ধার প্রক্রিয়া শেষ করতে না পারায় নিহতদের পরিচয় জানা যায়নি।বান্দরবানের স্থানীয় নির্ভরযোগ্য সুত্র ও ঘটনাস্থলে বসবাসরত এলাকাবাসীর ধারণা,নিহতদের লাশগুলো বিশেষ কমব্যাট পোশাক পরিহিত এবং এই ধরনের পোশাক বান্দরবানে সাম্প্রতিক সময়ে উত্থান ঘটা মগ লিবারেশন পার্টির সদস্যরা পরিধান করে থাকে।উল্লেখ্য, গত শ‌নিবার দুপু‌রে রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার কা‌ছাকাছি এলাকায় পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন জেএসএস (মূল) দ‌লের নেতা‌ অনুমং কে হত‌্যা ক‌রে লাশ নি‌য়ে যায় একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ।এ ঘটনায় জেএসএস (মূল) দ‌লের সশস্ত্র সন্ত্রাসীরা পরবর্তী‌তে শ‌নিবার রা‌তেই আধিপত্য বিস্তার ও নিজ দলীয় সদস্যকে হত্যার জের ধরেই রুমার পাইন্দু এলাকায় অপর গ্রু‌পের ওপর গু‌লি চালায়।পরে তা‌দের লাশগুলো নৌকায় ক‌রে রোয়াংছ‌ড়ির নোয়াপতং এলাকাস্থ মংবাতং পাড়া সংলগ্ন নদীর পা‌ড়ে ফে‌লে দেয়।পরে রবিবার সকালে এলাকাবাসী লাশগুলো দেখার পর আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুলিশ অজ্ঞাত লাশগুলোর উদ্ধার কার্যক্রম শুরু করে।এদিকে গত তিনমাসে সশস্ত্র সন্ত্রাসীরা আধিপত্য বিস্তার, চাদাবাজিসহ নানা কারনে প্রায় প্রতিদিনই সংঘাত ও সংঘর্ষে জড়িয়েছে।নিজেদের সশস্ত্র কর্মকাণ্ডের বাইরে সশস্ত্র সন্ত্রাসী এই সংগঠনগুলো দেশরক্ষায় নিয়োজিত ও পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করা বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরও গুলি চালাতে দ্বিধা করছে না।সাম্প্রতিককালে সন্ত্রাসীদের বেপরোয়া গুলিতে বাংলাদেশ সেনাবাহিনী তে কর্মরত একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাত বরণ করেন এবং সেনা সিপাহী ফিরোজ আহত হয়ে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।

 

বিস্তারিত আসছে….

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!