সরকারি শিশু পরিবারে মহান বিজয় দিবস উদযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৫ : অপরাহ্ণ 421 Views

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বান্দরবান সরকারি শিশু পরিবারে আলোচনা সভা,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।দিবস ঘিরে নিবাসীদের মাঝে উন্নতমানের খাবার বিতরন করা হয়।সোমবার (১৬ই ডিসেম্বর) কালাঘাটাস্থ সরকারি শিশু পরিবারের প্রাঙ্গন এ বিজয় দিবস উদযাপন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর ম্যা ম্যা নু।জেলা পরিষদ সদস্য খুরশিদা ইসহাক,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।নৃত্য প্রশিক্ষক একিনু মারমাসহ শিক্ষকবৃন্দ এবং শিশু পরিবার সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি,বান্দরবান এর জেলা সদস্য ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল)।অনুষ্ঠানে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা করা হয়।মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মত্যাগসহ সকল এর অবদান এর কথা এসময় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।অনুষ্ঠানে অতিথিরা নিবাসীদের উদ্দেশ্য করে বলেন,আমরা সবাই ইতিহাস থেকে শিখবো এবং নতুন নতুন সৃষ্টিশীল জ্ঞানকে আমরা কাজে লাগাবো।যেটা ভুল সেটা আমরা গ্রহণ করবো না।যেটা সত্য এবং ন্যায় সেটা আমরা গ্রহণ করবো,যাতে সমাজ ও দেশ উপকৃত হয়।পড়াশোনা কে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে অতিথিরা বলেন,পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে এবং গৌরবের সাথে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।অনুষ্ঠানের শুরুতেই মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শন করা হয়।এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর