এই মাত্র পাওয়া :

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি হলেন যারা


নিউজ ডেস্ক প্রকাশের সময় :১০ ফেব্রুয়ারি, ২০১৯ ৩:৫৯ : অপরাহ্ণ 672 Views

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হলেন একঝাঁক নতুন মুখ। ৮ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দলটি। ওইদিন রাত ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংরক্ষিত আসনে ৪১ জনের তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন-
১. আঞ্জুম সুলতানা (কুমিল্লা)
২. সুলতান নাদিরা (বরগুনা)
৩. মিসেস হোসনে আরা (জামালপুর)
৪. রুমানা আলী (গাজীপুর)
৫. উম্মে ফাতেমা নাজমা বেগম (ব্রাহ্মণবাড়িয়া)
৬. হাবিবা রহমান খান শেফালী (নেত্রকোনা)
৭. শেখ এ্যানি রহমান (পিরোজপুর)
৮. অপারাজিতা হক (টাঙ্গাইল)
৯. শামীমা আক্তার খানম (সুনামগঞ্জ)
১০.শাসুনাহার ভূইঁয়া (গাজীপুর)
১১. ফজিলাতুন নেসা (মুন্সিগঞ্জ)
১২.রাবেয়া আলীম (নীলফামারী)
১৩. তামান্না নুসরাত বুবলি (নরসিংদী)
১৪. নার্গিস রহমান (গোপালগঞ্জ)
১৫. মনিরা সুলতানা (ময়মনসিংহ
১৬.নাহিদ ইজহার খান (ঢাকা)
১৭. মোছা খালেদা খানম (ঝিনাইদহ)
১৮. সৈয়দা রুবিনা মিরা (বরিশাল)
১৯. ওয়াসিকা আয়েশা খান (চট্টগ্রাম)
২০.কাজী কানিজ সুলতানা (পটুয়াখালী)
২১. অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার (খুলনা)
২২. সুবর্ণা মুস্তাফা (ঢাকা)
২৩. জাকিয়া তাবাস্মুম (দিনাজপুর)
২৪. ফরিদা খানম (সাকী) নোয়াখালী
২৫. বাসন্তী চাকমা (খাগড়াছড়ি)
২৬. কানিজ ফাতেমা আহমেদ (কক্সবাজার)
২৭. রুশেমা বেগম (ফরিদপুর)
২৮. সৈয়দা রাশিদা বেগম (কুষ্টিয়া)
২৯. সৈয়দা জোহরা আলাউদ্দিন (মৌলভিবাজার)
৩০. আদিবা আনজুম মিতা (রাজশাহী)
৩১. আরমা দত্ত (কুমিল্লা)
৩২. শিরিনা নাহার (খুলনা)
৩৩. ফেরদৌসী ইসলাম জেসী (চাঁপাইনবাবগঞ্জ)
৩৪. পারভীন হক সিকদার (শরীয়তপুর)
৩৫. খাদেজা নুসরাত (রাজবাড়ী)
৩৬. শবনম জাহান শিলা (ঢাকা)
৩৭. খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম)
৩৮. জাকিয়া পারভীন খানম (নেত্রকোনা)
৩৯. মোসা. তাহমিনা বেগম (মাদারীপুর)
৪০. শিরীন আহমেদ (ঢাকা)
৪১. জিন্নাতুল বাকিয়া (ঢাকা)

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর