এই মাত্র পাওয়া :

শতাধিক উচ্চ ফলনশীল ধান খাদ্য নিরাপত্তায় অবদান রাখছে: কৃষিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২২ ১:৫৬ : অপরাহ্ণ 419 Views
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে শতাধিক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। বর্তমানে দেশের খাদ্য নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এ নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কৃষি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 
কৃষিমন্ত্রী শুক্রবার সকালে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নবনির্মিত শ্রমিক কলোনি ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শ্রমিক-মজুরিদের দুঃখ-কষ্ট হৃদয় দিয়ে অনুভব করেন। তাই মুজিব শতবর্ষের উপহার হিসেবে শ্রমজীবী মানুষের আবাসনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেন। ব্রি’র নবনির্মিত শ্রমিক কলোনি ভবনের একটি বাস্তব উদাহরণ।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (বিদায়ি) মেসবাহুল ইসলাম, নবনিযুক্ত কৃষি সচিব মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরসহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ সব দফতর/সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সম্প্রতি উদ্ভাবিত নতুন (ধান কাটার মেশিন) কম্বাইন্ড হার্ভেস্টার প্রযুক্তি পরিদর্শন করেন। পরে মন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত কৃষি সচিব মো. সাইদুল ইসলামকে বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
/আরএ

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর