লোহাগাড়ায় ড.আবু রেজা নদভী এমপি’র ত্রাণ বিতরন ও বৃক্ষ মেলার উদ্বোধন


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৩ জুলাই, ২০১৯ ৮:৪১ : অপরাহ্ণ 576 Views

আজ ২৩ জুলাই মঙ্গলবার লোহাগাড়ার উপজেলার জঙ্গল পদুয়া,ধলিবিলা,আধুনগর মছদিয়া, বড়হাতিয়া সেনেরহাটসহ বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।ত্রাণ বিতরনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম,পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস.এম ইউনুছ,স্থানীয় সাংসদের একান্ত সচিব ও সাতাকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা এরফানুল করিম চৌধুরী,লোহাগাড়া উপজেলাে আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট,আবদুল জব্বার,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক নুরুল হক নুনু,উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,যুবলীগ নেতা বাদশা খালেদ,ফিরোজ কামাল,সাংসদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ শাহাদত হোসাইন শাহেদ,যুবলীগ নেতা ওবাইদুল হক ওবাইদু,মুরশেদুল আলম নিবিল,দেলোয়ার হোসেন বেলালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।এদিকে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ ২৩ জুলাই বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা।বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধিন অতিথি প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,এসএম আবদুল জব্বার, শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান, ব্যবসায়ী মুহাম্মদ আবদুল মালেক।অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
(স্বাক্ষরিত)
অধ্যাপক শাব্বির আহমদ
প্রেস সচিব- মাননীয় সাংসদ

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!