রিভারভিউ এসোসিয়েশনঃ সাধারণ সভা ও নবাগত সদস্যদের সংবর্ধনা


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০২২ ২:২৩ : পূর্বাহ্ণ 386 Views

“একতা-উন্নয়ন-শক্তি”এই শ্লোগনকে সামনে রখেে বান্দরবানে রিভারভিউ যুব কল্যাণ পরষিদর রিভারভিউ এসোসিয়েশন এর সাধারণ সভা ও নবাগত সদস্যদের বরণ সংবর্ধনা অনুষ্ঠান ৮অক্টোবর সকালে বালাঘাটা ভরাখালি এলাকায় রিভারভিউ যুব পরিষদ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে নবাগত সদস্য হিসেবে যারা সংবর্ধিত হলেন যথাক্রমে ব্যাংকার হারুনুর রশীদ মিয়া,ডাক্তার মোস্তফা কামাল সিকদার, সাংবাদিক মোহাম্মদ আলী,মোঃ আব্দুল মান্নান, নবী হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম, মাহবুবুল আলম শহিদুল ইসলাম,মামুনুর রশীদ।

রিভারভিউ এসোসিয়েশন এর সভাপতি মোঃ তাজউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সাবেক সফল সভাপতি মো:আব্দুল সাত্তার,নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল মনসুর, সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন,পরিচালক অর্থ মোঃ রিয়াজ উদ্দীন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ শহদিুল ইসলাম, মো: লোকমান হাকিম,হাফেজ মহউিদ্দীন, মো:নুরুল ইসলাম, মো:রিয়াদ হোসনে,মাওলানা মো: আব্দুল্লাহ, মোঃ শোয়াইব,মোঃ রাসেল প্রমুখ।

উপস্থিত সকল সদস্য রিভারভিউ যুব কল্যাণ পরষিদ তথা রিভারভিউ এসোসিয়েশনের উত্তর উত্তর উন্নতি কামনা করনে। অনুষ্ঠানে সভাপতি রিভারভিউ যুব কল্যাণ পরষিদরে বিভিন্ন উন্নয়নমুলক ও সামাজকি র্কমকান্ডরে র্বণনা উপস্থাপন করনে। তিনি আরো বলেন,আজকে আমাদের রিভারভিউএসোসিয়েশনের সর্বমোট ৫০জন সদস্য হল, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এসোসিয়েশন এর উন্নয়ন তথা সমাজের উন্নয়নে কাজ করে অবদান রাখতে সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর