

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এমকে আনোয়ারের বাসায় গিয়ে তার স্ত্রী-সন্তানদের সমবেদনা জানালেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টায় আনোয়ারের রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় যান খালেদা।তার অসুস্থ স্ত্রী মাহমুদা আনোয়ারের পাশে বসে তাকে সান্ত্বনা জানান তিনি।পরে এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ারসহ পরিবারের সদস্যদের কাছে ডেকে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন বিএনপি চেয়ারপারসন।পরে রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে যান।এ সময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,মির্জা আব্বাস,কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন,শামা ওবায়েদ,শহীদউদ্দিন চৌধুরী এ্যানি,মীর সরফত আলী সপু,অঙ্গ সংগঠনের নেতা আফরোজা আব্বাস,সুলতানা আহমেদ,সাইফুল ইসলাম নিরব,সুলতান সালাউদ্দিন টুকু,শফিউল বারী বাবু,আবদুল কাদের ভুঁইয়া জুয়েল,রাজীব আহসান, আকরামুল হাসান,শায়রুল কবির খান,হোমনা থানা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন;এলিফ্যান্ট রোডের এই বাসায়ই সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।তার বয়স হয়েছিল ৮৪ বছর।সকালে কাটাবন মসজিদ,দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং জোহরের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুদ আনোয়ার ও মেয়ে খাদিজা আনোয়ার বুধবার দেশে ফিরলে এম কে আনোয়ারের লাশ নেওয়া হবে তার নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনায়।তিতাস ও হোমনায় দুটি জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।এর আগে এক শোকবার্তায় সাবেক মন্ত্রী,সংসদ সদস্য,কেবিনেট সচিব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন,সজ্জন,মিতবাক, নিয়মনিষ্ঠ,কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ার এর অন্যতম বৈশিষ্ট্য।শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘দেশের বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ার এর মৃত্যুঁতে তার পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।আমি তার আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা।শোকবার্তায় খালেদা জিয়া আরো বলেন,তার সততা ও নিষ্ঠা ছিল ইর্ষণীয় উচ্চতায়।সেই কারণেই পেশাগত জীবনে সরকারী সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তিনি তার অমলিন ব্যক্তি-মর্যাদা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি নিজ আদর্শে অটল থেকে রাজনৈতিক সংগ্রাম ও জনগণের সেবা করে গেছেন।শোকবার্তায় খালেদা জিয়া বলেন,রাজ রোষে পড়া সত্ত্বেও তিনি কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি,তাই বারবার কারাবরণসহ নিপীড়ণ-নির্যাতন সহ্য করেও নিষ্ঠা ও সাহসিকতার সাথে অগণতান্ত্রিক সরকারের অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন।জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনোই কোন অগণতান্ত্রিক শক্তির কাছে মাথানত করেননি।শোকবার্তায় খালেদা জিয়া আরো বলেন,গণতন্ত্র পূণ:রুদ্ধারের আন্দোলনে সবসময় থেকেছেন সামনের কাতারে।নিজ এলাকায় শিক্ষার প্রসার ও জনকল্যানমূলক কাজেও তার অবদান স্মরণীয়।তাই জনগণের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার কারণেই আদর্শনিষ্ঠ এম কে আনোয়ার বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।শোকবার্তায় খালেদা জিয়া বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারন করে এম কে আনোয়ার স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।শোকবার্তায় খালেদা জিয়া আরো বলেন,রাজনীতিতে যোগ দিয়ে যখনই গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে তখনই স্বৈরাচারের কবল থেকে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশের উন্নয়নের জন্য এম কে আনোয়ার এর গৌরবময় অবদান দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।শোকবার্তায় খালেদা জিয়া বলেন,তার মৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য মর্মস্পর্শী।এম কে আনোয়ার এর মৃত্যু দেশবাসী ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ,গুণগ্রাহী,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।