ভোট জালিয়াতির মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি কর্মীরা


নিউজ ডেস্ক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০১৯ ২:৫৬ : অপরাহ্ণ 587 Views

৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের দিন রাতে সমগ্র কুমিল্লায় মিথ্যা ও ভুয়া সংবাদ ছড়াচ্ছে বিএনপি প্রার্থী খন্দকার মোশাররফের নেতা-কর্মীরা। রোববারের প্রথম প্রহরে রাত ১২টায় খন্দকার মোশাররফের ছেলে ব্যারিস্টার মারুফের সঙ্গে বিএনপি কর্মী এনামুল হকের ফোনালাপে এমন বিষয়টি উঠে এসেছে।

ফোনালাপে বিএনপি কর্মী এনামুল খন্দকার মোশাররফের ছেলে মারুফকে বলেন, আমাদের লোকজনরা বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে দিচ্ছে স্যারকে (খন্দকার মোশাররফ) আটক করা হয়েছে। আমরা সবার কাছে এ মিথ্যা খবর প্রচার করছি। আমরা ৭১ জন মিলে কেন্দ্র পাহারা দিচ্ছি। আর গৌরীপুর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমার সাবেক জুনিয়র কলিগ, তার সাথে আমার কথা হয়েছে, সে জানিয়েছে সুযোগ পেলে আমাদের পক্ষে জাল ভোট দিয়ে আমাদের সহায়তা করবে।

ফোনালাটি এনামুল হকের প্রতিবেশী হুরুন কবির সোস্যাল মিডিয়া প্রচার করে দেন। এ প্রসঙ্গে হারুন কবির বলেন, মোশাররফ স্যারের ছেলের নেতৃত্বে সারা কুমিল্লা জুড়ে মিথ্যা সংবাদ প্রচার করছেন। তারা শুধু শুধু সবাইকে বলে বেড়াচ্ছেন ভোট লুট হয়ে গেছে। অথচ এটা মোটেও সত্য নয়, অবশেষে বাধ্য হয়ে খন্দকার মোশাররফ স্যারের ছেলের সঙ্গে আমার বন্ধু এনামুল হকের ফোনালাপ ফাঁস করি। আশা করছি সবাই সত্যটা বুঝবেন।

এ প্রসঙ্গে কুমিল্লার তিতাস থানার ওসি বলেন, বিষয়টি উদ্বেগজনক। নির্বাচনের শেষ সময় যদি এভাবে গুজব ছড়ানো হয়, তবে পরিস্থিতি সামাল দেয়াটা কষ্টসাধ্য হবে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি পরিস্থিতি ও গুজব সামাল দেয়ার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!