এই মাত্র পাওয়া :

ভূমিকম্পে কেঁপে উঠলো সারাদেশঃ চলছে ক্ষয়ক্ষতি নিরুপণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ নভেম্বর, ২০২৫ ১:০৫ : পূর্বাহ্ণ 12 Views

ছুটির দিন শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ।এতে এখন পর্যন্ত ঢাকা,নরসিংদী ও নারায়ণগঞ্জে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।দেশের বিভিন্নস্থানে আহত হয়েছেন দুই শতাধিক।ঘটেছে ভবন ধসের একাধিক ঘটনা।শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়।৫.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।নিহতদের মধ্যে রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন।তারা হলে-নরাফিউল ইসলাম (২০),আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহরাব হোসেন (১২)।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নরসিংদীতে দেয়াল ধসের পৃথক দুই ঘটনায় ‍দুইজন নিহত হয়।জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামে একটি মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী (৭৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।নরসিংদীর গাবতলীতে বাসার দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামের এক বছর বয়সী শিশু নিহত হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।সাম্প্রতিক সময়ের বড় এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছেন দুই শতাধিক।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আহত ১০ জন আহত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে চিকিৎসা নিচ্ছেন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেও আহত অবস্থায় ১০ জন ভর্তি হয়েছেন।গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যাল কলেজে আহত ১২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ছাড়া নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত।এর মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।এদিকে ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। প্রধান উপদেষ্ট সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর