বিএনপি মানসিক অবসাদগ্রস্তদের দলঃ-(ডাঃজাফরুল্লাহ্)


প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০১৭ ১১:২০ : অপরাহ্ণ 665 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বিএনপি মানসিক অবসাদগ্রস্তদের দলে অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী।বন্ধ থাকা ‘আমার দেশ’ পত্রিকা আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে তিনি এমন মন্তব্য করেন।রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখেন।ডা.জাফরুল্লাহ বলেন, ‘বিএনপি ঘুমিয়ে আছে।সম্প্রতি একটা রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে কত লক্ষ লোক মানসিক অবসাদে ভুগছেন। বিএনপি ওই দলের অন্তর্ভুক্ত।তারা তো নিজের ঘরই সামলাচ্ছে না,তারা মানসিক অবসাদে ভুগছেন।’ তিনি বলেন, ‘আপনারা দাবি করছেন নির্বাচন।পরবর্তী নির্বাচনটা যদি ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে না হয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয়ে যায়,তার জন্য বিএনপি কি প্রস্তুত আছে?’ ডা. জাফরুল্লাহ বলেন, ‘শুধু তাই নয়, বিএনপি কাউন্সিল করেছে আজকে এক বছর পার হয়ে গেছে। সিদ্ধান্ত ছিল এক নেতা এক পদ।এখানে উপস্থিত আছেন কেউ কেউ এখনো দুই পদ দখল করে আছেন। যেখানে এত বড় নেত্রী ছোট একটা সিদ্ধান্ত কার্যকর করতে পারেন না,তার কাছে আর কী আশা করতে পারি।’ এসময় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও আবদুল্লাহ আল নোমানকে স্থায়ী কমিটিতে না নেয়ারও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার বক্তব্যকে নেতাকর্মীরা তুমুল করতালি দিয়ে সমর্থনও জানান।খালেদা জিয়ার প্রতি পরামর্শ রেখে ডা.জাফরুল্লাহ বলেন, ‘এটা দুঃখজনক উনি এখনো পর্যন্ত বিএনপির সাধারণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন না।রাত ৯টায় থেকে উনার কাজ শুরু হয়।’ খালেদা জিয়ার প্রতি ৫/৬ কোটি লোকের অগাধ আস্থা আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিকে বড় দলের অহমিকা ছেড়ে দিতে হবে।মওলানা ভাসানী ১৯৫৪ সালে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন,সেই দায়িত্বটা খালেদা জিয়াকে পালন করতে হবে।এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে ডা.জাফরুল্লাহ বলেন,শেখ হাসিনা ভারত বিজয় করতে গিয়ে পরাজিত হয়েছেন।উনার কিছুই অর্জন হয়নি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!