শিরোনাম: সরকারি শিশু পরিবারে নিবাসীদের অভিবাবক সমাবেশ,পিঠা উৎসব ও বার্ষিক পুরষ্কার বিতরন অনুষ্ঠিত রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান এলপি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদঃ ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেইঃ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন লুম্বিনী লিমিটেড এর মানবিক সিদ্ধান্তে শীতবস্ত্র পাচ্ছে পাহাড়ের শীতার্তরা “সুপার ক্যারাভান-ভোটের গাড়ি” কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি গণতান্ত্রিক দল নয়, জানালেন হাফিজ উদ্দিন!


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০১৯ ৬:১১ : অপরাহ্ণ 715 Views

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দলের সকল কমিটি নির্বাচনের মাধ্যমে করা উচিৎ। এমনকি দলের স্ট্যান্ডিং কমিটিও নির্বাচনের মাধ্যমে করা উচিত। কিন্তু বিএনপিতে সে ধারা রক্ষা করা হয়নি। সে হিসেবে বিএনপি গণতান্ত্রিক দল নয়। এখন বিএনপিকে গণতান্ত্রিক দল বলে মনেও হচ্ছে না।

সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

হাফিজের সঙ্গে একমত পোষণ করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বিগত সময়ে দলের অভ্যন্তরে নানা অনিয়ম দেখেছি। আমরা যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রস্তুত তাই আমাদের নিজেদের আগে গণতান্ত্রিক হয়ে উঠতে হবে। অথচ অনেক সময় একজন কর্মী একটি পদের জন্য রাস্তায় এসে গুলি খেতেও প্রস্তুত থাকে। আর যখন কোনো পকেট কমিটি হয়, তখন সে বঞ্চিত হয়। এটা গণতান্ত্রিক রাজনীতি নয়। গণতান্ত্রিক চর্চা ছাড়া যোগ্যদের নেতৃত্বে আসার কোনো সুযোগ নেই।

এদিকে বিএনপির রাজনৈতিক অধঃপতনের কথা উল্লেখ করে মেজর হাফিজ বলেন, রাজনীতিতে ধারাবাহিকতা ও ক্রমানুপাতিক পর্যায় বলে একটি কথা আছে। গণতন্ত্র চর্চার ক্ষেত্রে এর যেকোনো একটি যদি বাদ পড়ে তবে সেটি অগণতান্ত্রিক তকমা পায়। বিএনপির ক্ষেত্রেও সেটি হয়েছে। অনেক ক্ষেত্রেই দল সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ধারাবাহিকতা রক্ষা হয়নি। এমনকি একের পর এক কর্মপরিকল্পনা বা ক্রমানুপাতিক পর্যায় ধরে রাখতে পারেনি নেতারা। যার ফলে আজকের এই অধঃপতন। ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উদ্যত হতে হলে দলের ভেতরে সে চর্চার প্রকাশ ঘটাতে হবে। গণতান্ত্রিক চর্চা না থাকলে আগামী যোগ্য নেতৃত্ব বাছাই করতে ব্যর্থ হবে দল। যা বিএনপির জন্য শুভ হবে না। আশা করছি, হাইকমান্ড আমাদের দাবি নিয়ে বিবেচনা করবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর