এই মাত্র পাওয়া :

বান্দরবান পৌরসভায় দীর্ঘ ২০ বছর পর পে অর্ডারেই নিয়োগ পেলো ৯ তরুণ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২৫ ১২:২১ : পূর্বাহ্ণ 15 Views

বান্দরবান পৌরসভায় দীর্ঘ ২০ বছর পর শুধু মাত্র পে অর্ডার করেই বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন ৯ জন কর্মী।রবিবার (০২ নভেম্বর) দুপুরে বান্দরবান পৌরসভার কনফারেন্স রুমে এসব নিয়োগ প্রাপ্তদের হাতে নিয়োগ পত্র তুলে দেন পৌর প্রশাসক এস এম মনজুরুল হক।এসময় পৌরসভার প্রশাসক জানান,দীর্ঘদিন ধরে জনবল সংকটে প্রতিদিনের কার্যক্রমে সমস্যা হচ্ছিল।তবে দীর্ঘদিন পর সকল নিয়মনীতি মেনে শুধু মাত্র পে অর্ডারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি।আশা করছি নবাগত নিয়োগপ্রাপ্তরা দায়িত্বশীলভাবে কাজ করবে।নতুন নিয়োগ প্রাপ্তরা জানান,এ নিয়োগ তাদের বেকারত্ব দূর করার পাশাপাশি পরিবারে স্বস্তি এনেছে।তারা ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং সারাদেশে এরকম স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়ার দাবী রাখেন।এসময় বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়েজুর রহমান,পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো.নুরুল আমিন চৌধুরী আরমান,প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা।এবারের নিয়োগ পরীক্ষায় ৩৪০ জন আবেদন করেন যার মধ্যে ২৭২ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ফাইনাল পর্যায়ে ৯ জনকে নিয়োগ পত্র দেন পৌর কর্তৃপক্ষ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর