বান্দরবানে সিভিল সার্জনের বিদায় ও বরণ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৪ মার্চ, ২০২২ ৭:১০ : অপরাহ্ণ 739 Views

বান্দরবান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে সাবেক সিভিল সার্জন ডা.অং সুই প্রু মার্মা’র উপপরিচালক পদে পদোন্নতি ও সাবেক ডেপুটি সিভিল সার্জন ডা.মং টিং ঞো এর সহকারী পরিচালক পদে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দীর বরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ মার্চ) সকালে বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা.অং সুই প্রু মার্মা,বান্দরবানের নবাগত সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী,স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা.মং টিং ঞো।অনুষ্ঠানে বিদায়ী সিভিল সার্জন ডা.অং সুই প্রু বলেন,দীর্ঘদিন দায়িত্ব পালনকালে সবার সাথে সমন্বয় সাধন করে বান্দরবানবাসীর সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে চেষ্টা করেছি।দায়িত্ব পালনকালে আমাকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।জেলা ও উপজেলার প্রতিটি সাধারণ মানু‌ষকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করাই ছিলো একজন চিকিৎসক হিসেবে আমার পেশাগত দায়িত্ব এবং সর্বোপরি লক্ষ্য ও উদ্দেশ্য।তিনি বলেন,করোনার মহামারী চলাকালীন সময়টি আমার কর্মজীবনে অনেক কঠিন একটি সময় ছিলো।এসময় ডা.অং সুই,বান্দরবানের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার কথা উল্লেখ করে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে নবাগত সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী বলেন,সকলের সহযোগিতা নিয়ে বান্দরবানের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।এখানকার সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি নিবিড়ভাবে কথা বলছি।নতুন স্থান মানেই নতুন কিছু শেখা।আশা করছি সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনকালে এই জেলার সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবো।যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।ডা.থোয়াই অং চিং (ডিজিজ কন্ট্রোল) এর সঞ্চালনায় আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ভানু মারমা,সদর হাসপাতালের আর.এম.ও ডা.জিয়াউল হায়দার,সিভিল সার্জন কার্যালয়ের ডা.মোহাম্মদ আলমগীর (এমও,ডিআরএস),সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার সা সুই চিং মারমাসহ সিভিল সার্জন কার্যালয়ের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহতাব উদ্দিন চৌধুরী আলীকদম স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিদায়ী সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করেন। প্রসঙ্গত,বান্দরবান জেলায় স্বাস্থ্যখাতের উন্নয়নে বিদায়ী সিভিল সার্জন ডা.অং সুই প্রু মার্মার অসাধারণ ভূমিকা ছিল।বিশেষ করে করোনাকালীন দূর্যোগপূর্ণ মহাসংকটে তিনি দায়িত্ব পালনে ছিলেন সাহসের বাতিঘর।প্রাণের ভয়কে তুচ্ছ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আপন কর্মে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।প্রত্যন্ত দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে সরকার ঘোষিত টিকার আওতায় আনতে গ্রামের পর গ্রাম ছুটে গেছেন।এরমধ্যে নিজেও করোনা আক্রান্ত হয়ে হার না মানা জীবন যুদ্ধে জয়ী হয়ে কর্মজীবনে ফিরেছেন।সাম্প্রতিক সময়ে ডা.অং সুই বান্দরবান জেলার শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় এনে প্রশংসিত হয়েছেন।এছাড়াও তিনি,বান্দরবানের দুর্গম পাহাড়ী জনপদের প্রতিটি পাড়া ও গ্রামের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!