

বান্দরবানে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (বাসক) উদ্যোগে গরিব,অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় বান্দরবান শহরের উজানী পাড়ায় নিজস্ব কার্যলয়ে বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পায়েল দে এর সঞ্চলনায় সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মে ড খ্যীং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য এডভোকেট উবা থোয়াই মার্মা।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট উবা থোয়াই মার্মা বলেন, সমাজের অসহায় অবহেলিত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।উন্নত রাষ্ট্র গঠনে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে সমাজে নিজেদের ভূমিকা রাখতে হবে।সুন্দর সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত প্রয়াস জরুরি।তিনি আরো বলেন, মানবাধিকার সংস্থা ‘বাসক’ দীর্ঘদিন ধরে বান্দরবানে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।আমি তার প্রত্যক্ষ সাক্ষী।অন্যান্য অনেক সংস্থা থাকা সত্ত্বেও এমন মানবিক কাজগুলোতে মানবাধিকার সংস্থা বাসক এগিয়ে রয়েছে।ভবিষ্যতে ও এমন মানবিক কাজগুলো মানবাধিকার সংস্থা বাসক করে যাবে বলে আমি প্রত্যাশা করি।আলোচনা সভা শেষে ৬০ জন শ্রমজীবী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।