

বান্দরবানে মানবাধিকার সংস্থা বাসক এর উদ্যোগে রেইনকোট বিতরণ করা হয়েছে।বুধবার ( ৬ আগষ্ট) সকাল ১০ টার দিকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) বান্দরবান জেলার কমিটির উদ্যোগে বান্দরবান থানচি বাস স্টেশনে রিকশা চালকদের রেইনকোট বিতরণ করা হয়।এই সময় রেইনকোট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন মানবাধিকার সংস্থা বাসক এর সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী,সহ সাধারণ সম্পাদক সুজর্জ তংচংঙ্গ্যা,সদস্য মো.মানিক প্রমুখ।মানবাধিকার সংস্থা বাসক বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী বলেন,বর্ষাকালে দরিদ্র রিকশা চালক ভাইয়রা বৃষ্টিতে ভিজে রিকশা চালায়।এতে তাঁরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। ফলে তাঁদের শারীরিক শক্তি হারিয়ে আর্থিক সমস্যায় পড়ে। আমরা মাসব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচীর অংশ হিসেবে রেইনকোট বিতরণ করছি।ভবিষ্যতে ও আমাদের এধরণের সেবামূলক কার্যক্রম অব্যহত থাকবে।আয়োজকেরা জানান, এদিন অর্ধশত রিক্সাচালককে রেইটকোট বিতরন করা হয়।