এই মাত্র পাওয়া :

বান্দরবানে বাসক-এর নতুন সদস্য বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ১২:১১ : পূর্বাহ্ণ 446 Views

মানবাধিকার সংস্থা, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) বান্দরবান জেলার উদ্যোগে ১০ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪.০০ ঘটিকার সময় আন্তর্জাতিক মানববাধিকার দিবস উপলক্ষ্যে নতুন সদস্য বরণ ও আলোচনা সভা হোটেল জাফরানে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ফিলিপ ত্রিপুরা,বিশেষ অতিথি হিসেবে প্রথম আলো পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা,সমাজ সেবক আমিনুল ইসলাম, মানববাধিকার নেতা রিপন চক্রবর্তী,মানববাধিকার নেত্রী নিনি প্রু মার্মা,মানববাধিকার নেত্রী ড মে খ্যীং মার্মা, মানববাধিকার নেতা ওসমান গণী,মানববাধিকার নেতা তপন চক্রবর্তী।অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন প্রিয়তোষ দাশ, নু মং মার্মা,শ্লৈলাচিং মার্মা,ছোটন দাশ,হামিদা আক্তার, হোমাইরা তাছরিন নিলা,মোঃএমরান হোসেন মানিক,মোঃ আবু ইউছুফ, মোঃ নাছির উদ্দিন,মাহামুদ,তানজিনা হোসেন মীম,হিরু কান্তি দাশ,জেসমিন আক্তার,রোকেয়া বেগম আঁখি,রানা দাশ, নাসিমা আক্তার, নুসরাত জাহান,শুভ দাশ।আলোচনা সভায় বক্তারা বলেন,আন্তর্জাতিক মানববাধিকার দিবসের গুরুত্ব অনস্বীকার্য।মূলত বিশ্বে এখনো মানববাধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।বিশ্বের এক বিরাট জনগোষ্ঠী মানববাধিকার সুবিধা বঞ্চিত।মানববাধিকার সুবিধা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে নারী ও শিশু উল্লেখযোগ্য। এখনো তৃতীয় বিশ্বে জনগণের ক্ষুধা নিবারণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে পারেনি।এখনো বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে।বিচারক, আইনজীবী,মানববাধিকারকর্মী,সাংবাদিক,সরকারি কর্মকর্তা, চিকিৎসক,জনপ্রতিনিধি সহ সকলকে নিজ নিজ অবস্থানে থেকে মানববাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।তাহলেই সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি,সম্প্রীতি,এগিয়ে যাবে দেশ,এগিয়ে যাবে পৃথিবী আর মানব সভ্যতা।উক্ত অনুষ্ঠানে মিডিয়ার পার্টনার হিসেবে ছিল দি গুড মর্নিং,ডেইল মর্নিং গ্লোরি দৈনিক জবাবদিহি,সিএইচটি টাইমস ডটকম,চট্টলার আলো,অপরাধ অনুসন্ধান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর