বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় বিশ্বের রোল মডেল


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৯ জুলাই, ২০১৯ ৫:০৬ : অপরাহ্ণ 540 Views

বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় বিশ্বের রোল মডেল। ত্রাণ নির্ভর নয়, আমরা দেশকে দুর্যোগ সহনীয় হিসাবে গড়ে তুলতে চাই বলে বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

শুক্রবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জামালপুরের ইসলামপুর পৌর সওদাগর হাজী রাইস মিল মাঠে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কালে বন্যার্তদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে আর মঙ্গা নেই। মঙ্গা বলতে গালি দেওয়াকে বোঝাতো। তিনি বলেন, মঙ্গা দূর করা সম্ভব হয়েছে সরকারের কৃষ্টি প্রণোদনার কারণে। কৃষক স্বল্প মূল্যে বীজ সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সহজে পাচ্ছে। ফলে কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে এখন গুজব রটিয়ে সরকারের পতন ঘটাতে চায়। অগ্নি সংযোগ করে তারা সরকারের পতন ঘটাতে পারে নি- গুজব রটিয়েও তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারবেনা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেন, দেশ এখন ত্রাণ নির্ভর নয়- দুর্যোগ সহনীয় দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। বন্যা হবে তবে জনপদ বন্যা কবলিত হবে না। দেশের সবগুলো নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বন্যায় যারা গৃহহীন হয়েছে তাদের জন্য দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেয়া হবে। সারা দেশে ৩ লাখ দুর্যোগ সহনীয় ঘর তৈরির প্রকল্প হাতে নিয়েছে সরকার। বঙ্গবন্ধু দুর্যোগের সময় গবাদিপশু রক্ষায় মুজিব কেল্লা নির্মাণ করেছিলেন। আমরা দেশে ৫৫০টি মুজিব কেল্লা নির্মাণ করবো। এরমধ্যে ২৫টি মুজিব কেল্লা জামালপুর জেলায় নির্মাণ করা হবে। বন্যার দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। আমরা বন্যার পূর্বাভাস পাওয়া সঙ্গে সঙ্গে বন্যা প্রবণ জেলাগুলোতে ত্রাণ পাঠিয়েছি। চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ অব্যাহত রয়েছে। যত দিন দুর্গত মানুষ ঘরে ফিরে না যাবে তত দিন পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। এ সময় তিনি বন্যা আশ্রয় কেন্দ্র সহ দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটি করে ইঞ্চিনচালিত নৌকা দেওয়ার ঘোষণা দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!