

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে উদ্যোক্তা ও পিঠা মেলা।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মেলা প্রাঙ্গনে গিয়ে সমবেত হয়।পরে মেলা প্রাঙ্গন উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব,অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য এই ধরণের আয়োজন।এই ধরণের মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের মিলন মেলা হয় আর সেই সাথে নতুন প্রজন্মও নতুন নতুন অভিজ্ঞতার স্বাক্ষী হয়ে থাকে।আয়োজকেরা জানান,এবারের মেলায় প্রায় অর্ধশতাধিক ষ্টল নিয়ে পাটিসাপটা,ভাপা পিঠা,চিতই পিঠা, নকশি পিঠা,পুলি পিঠা,ছাঁচ পিঠা,খোলাজালি পিঠাসহ নানা ধরণের পিঠা নিয়ে মেলা প্রাঙ্গনে উদ্যোক্তারা জড়ো হয়েছে যা আগামী ৮ নভেম্বর সমাপ্ত হবে।







