শিরোনাম: ক্রীড়া উন্নয়ন ফোরামের শুভেচ্ছা উপহার পেলো প্রাথমিক ফুটবলের ক্ষুধে জেলা চ্যাম্পিয়নরা শীতার্থদের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরন প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত বান্দরবানের প্রাচীন বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান বান্দরবানের ম্যারাথন ভিত্তিক প্রথম কমিউনিটি বান্দরবান হিল রানার্স খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরাজয় জেনে ডিএনসিসি উপ-নির্বাচন থেকে সরে দাঁড়াল বিএনপি


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০১৯ ৪:৫৫ : অপরাহ্ণ 624 Views

জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর রীতিমত স্নায়বিক সমস্যায় পড়েছে বিএনপি। মূলত তারা বুঝতে পেরেছেন দেশের মানুষ বিএনপির ওপর থেকে এমন ভাবে আস্থা হারিয়ে ফেলেছে। আর এই কারণে ডিএনসিসি উপ-নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান।এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে অংশ নেন বলে জানা যায়।বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৭ টি আসন পেলেও ঢাকা থেকে একটি আসনও পায়নি বিএনপি। তার মাধ্যমে বোঝাই যাচ্ছে অন্তত ঢাকায় বিএনপির কোন জনপ্রিয়তা নেই। আর এই কারণেই আমরা চিন্তা করছি এবার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো না।তবে বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, নির্বাচনে আমরা অংশ নিতেই পারি। তবে সংসদ নির্বাচনের ফলাফল অনুসারে বোঝা যায় আমাদের সক্ষমতা আগের অবস্থানে নেই। তাই আমাদের কিছু সময়ের প্রয়োজন। এবারের নির্বাচনে অংশ না নিলেও আগামী যেকোন নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করবো।এদিকে বিষয়টি উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক বিশ্লেষক এ আরাফাত বলেন, হার-জিত বড় কোন বিষয় নয়। বিষয়টি হচ্ছে অংশগ্রহণ করা। বিএনপির উচিত হবে, হার-জিতকে প্রাধান্য না দিয়ে, নির্বাচনের মাঠ যাচাই করার জন্য হলেও অংশগ্রহণ করা।বিএনপির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে রাজনীতি করার মানসিকতা হারিয়ে ফেলেছে তারা। আশা করবো, এমন মানসিকতা থেকে বের হয়ে দেশের মানুষের সিদ্ধান্তকে সম্মান দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!