দেশের ৩০ জেলায় ৮৮২ হ্যান্ড ওয়াশিং স্টেশন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২০ ৩:০০ : অপরাহ্ণ 464 Views

করোনাভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও গণজমায়েতের স্থানে ৮৮২টি হ্যান্ড ওয়াশিং স্টেশন নির্মাণ করবে সরকার। দেশের ৩০ জেলার ৯৮ উপজেলায় এ হাত ধোয়ার স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া করোনা সংক্রমণ রোধে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং পারমর্শ সেবা দেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ শীর্ষক প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে।

প্রকল্প এলাকায় ৮৮২টি হাত ধোয়ার স্টেশন নির্মাণ ছাড়াও ১ হাজার ৮৮২ কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্পে বড় পরিসরে ৭৮টি এবং কমিউনিটি পর্যায়ে ৩ হাজার ৩৬৪টি পাইপলাইনে পানি সরবরাহ ব্যবস্থা, ৫০০টি কমিউনিটি ক্লিনিকসহ ৮৫২টি জায়গায় পাবলিক স্যানিটেশন ও হাইজিন সুবিধা দেওয়া হবে। এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর টয়লেটে রানিং ওয়াটার সুবিধা প্রদান ৭৮০টি এবং অতি দরিদ্রদের জন্য ৩ লাখ ৫১ হাজার ২৭০টি টয়লেট নির্মাণ করা হবে।

২০১২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মেয়াদকালের এ প্রকল্পের মোট ব্যয়ের ৫০ কোটি ৮৩ লাখ সরকারের অর্থায়ন ও ১ হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর