দূর্গত এলাকার একটি মানুষও না খেয়ে থাকবেনাঃ-(ওবায়দুল কাদের এমপি)


প্রকাশের সময় :২ জুন, ২০১৭ ১১:৪৫ : অপরাহ্ণ 696 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তুলে দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটি।শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শহরের ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়ায় ত্রাণ বিতরণের মাধ্যমে কর্মসুচি শুরু করেন দলের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।এ সময় দুর্গত মানুষজনের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ গরীবের সরকার।গরীব অসহায় মানুষের জন্য যা যা করার সব করব।তিনি বলেন,দূর্গত মানুষকে আগের অবস্থানে নিয়ে যেতে সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছে।দূর্গত এলাকার একটি মানুষও না খেয়ে থাকবেনা।সরকারী সেবা সবার ঘরে পৌঁছিয়ে দেয়া হবে।
মন্ত্রীর সাথে সফর সঙ্গী হিসেবে রয়েছেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানক,আবদুর রহমান,সাংগঠনিক একেএম এনামুল হক শামিম,ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল,ঢাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামান,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুবির রায় নন্দী,আনোয়ার হোসেন,সেলিম রব্বানী চিনু।ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো.আলী হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান,সাইমুম সরওয়ার কমল এমপি,আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি,পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় ত্রাণ কমিটি বৃহষ্পতিবার বিকেলে কক্সবাজার পৌঁছে।প্রথমে তারা সরকারী কর্মকর্তা,রাজনীতিবিদ,বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সাংবাদিকসহ সংশ্লিষ্টদের নিয়ে ‘মতবিনিময় সভা’ করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর