ঢাকার প্রতি আল্লাহর বিশেষ নজর আছে : মেয়র আতিকুল


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২ এপ্রিল, ২০১৯ ১:৪২ : অপরাহ্ণ 633 Views

ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আল্লাহর নজর না থাকলে ঢাকা শহরে বসবাস করা যেতো না। এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) অডিটোরিয়ামে এনএসইউ ল’ ফেস্ট সিজন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় প্রতি বর্গকিলোমিটারে ৫৯ হাজার মানুষ বাস করে। অন্যদিকে গুলশান-বনানীর মতো অন্যান্য অভিজাত এলাকায় প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ২৪ হাজার মানুষ। ‘আলহামদুলিল্লাহ’। এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। না থাকলে বসবাস করা সম্ভব হতো না।

সুইডেনের উদাহরণ টেনে তিনি বলেন, সুইডেনে প্রতি বর্গকিলোমিটারে মাত্র ১০ জন মানুষ বাস করে।

ঢাকার প্রতিটি নাগরিকের জন্য মেয়রের সমান নজর উল্লেখ করে তিনি বলেন, যিনি বিএমডব্লিউ গাড়িতে চড়েন তারও একটি ভোট আবার একজন দিনমজুর বা বস্তিবাসী তারও একটি ভোট আমি পেয়েছি। তাই ঢাকার প্রতিটি নাগরিক আমার কাছে সমান। সবার প্রতি আমার সমান নজর রয়েছে।বরং আসুন সবাই মিলে চিন্তা করি বস্তিবাসীদের কীভাবে ভালোভাবে থাকার ব্যবস্থা করা যায়।

এসময় অন্যদের মধ্যে এনএসইউ’র উপাচার্য (ভিসি) আতিক ইসলাম, উপ-উপাচার্য গিয়াস ইউ আহসান প্রমুখ বক্তব্য রাখেন।

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!