জেলা প্রশাসনের ইফতার সামগ্রী পেলো তিনশো পরিবার


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২৩ ৮:০৫ : অপরাহ্ণ 402 Views

পবিত্র রমজান মাস উপলক্ষে অসচ্ছল,দুঃস্থ প্রতিবন্ধী ও অতিদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ এপ্রিল) বান্দরবান জিমনেশিয়াম প্রাঙ্গনে তিনশো পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকারভোগী পরিবারের সদস্যদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।সরকারের কল্যাণমুখী সহযোগিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বান্দরবান জেলা প্রশাসন বদ্ধপরিকর।জেলা প্রশাসক আরও বলেন,মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা,সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.ছাইফুল্লাহ মজুমদার এসময় উপস্থিত ছিলেন।ইফতার সামগ্রীতে চাল,ডাল,তেল,চিনি,খেজুরসহ ৮ ধরনের খাদ্য পন্য ছিলো বলে জানিয়েছে প্রশাসন।এদিন বান্দরবান পৌরসভায় ১৫০ পরিবার এবং সদর উপজেলার ছয় ইউনিয়নে ১৫০ পরিবার কে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর