কল্যাণপুর জলাশয় ঘিরে হচ্ছে আরেক হাতিরঝিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ আগস্ট, ২০২১ ১১:১২ : অপরাহ্ণ 289 Views

ঢাকার কল্যাণপুরের ১৫৩ একর জলাশয় ঘিরে তৈরি হচ্ছে আরেক দৃষ্টিনন্দন হাতিরঝিল। পানির আধার তৈরির পাশাপাশি বহুমুখী শিক্ষা ও বিনোদনের সুযোগ সৃষ্টি করা হবে। এখানে ৬০ একর জায়গা পুরোপুরি জলাধার হিসাবে রাখা হচ্ছে। বর্ষার মৌসুমে মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, লালমাটিয়া, ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকার বৃষ্টির পানি ৬ ঘণ্টা ধারণ করতে পারবে। পরে প্রয়োজনে অতিরিক্ত পানি পাম্পিং করে তুরাগ নদে ফেলতে পারে। এর ফলে ওই অঞ্চলের ৩০ লাখ মানুষ জলজট ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে। আর ঢাকাবাসীর সুস্থ বিনোদনের এক অপূর্ব সুযোগ সৃষ্টি হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। শিগগির প্রকল্পটি অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হবে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় চিন্তা করা হয়েছে ৯০০ কোটি টাকা।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ঢাকার ওই অঞ্চলের জলজট ও জলাবদ্ধতা নিরসন এবং ঢাকাবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টি করতে কল্যাণপুরে জলাশয়কে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, সরকারের ওই জায়গাটি নানাভাবে বেদখল হয়ে রয়েছে। প্রথমে দখলদার উচ্ছেদ করা হবে। পরে সেখানে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে আশপাশের এলাকার পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে এবং ঢাকাবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। তবে এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে হাতিরঝিল প্রকল্পের পানি দূষণসহ অন্য ক্রুটিগুলো পর্যালোচনা করে শুরু থেকেই সেসব বিষয় মাথায় রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর