উ‌ন্মো‌চিত হ‌লো ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’


প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০১৮ ৭:৩০ : অপরাহ্ণ 798 Views

নিউজ ডেস্কঃ-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ রাজ‌নৈ‌তিক জীবনসহ নানা ঘটনা প্রবাহ নি‌য়ে ‘খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৮ ন‌ভেম্বর, রবিবার ‌বি‌কে‌ল সা‌ড়ে ৩টার দি‌কে রাজধানীর গুলশা‌নের লেক‌শোর হো‌টে‌লে এক অনাড়ম্বর অনুষ্ঠা‌নে ‘খা‌লেদা জিয়া: হার লাইফ, হার স্টো‌রি’ গ্র‌ন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়।

বইটি লিখেছেন সাংবা‌দিক মাহফুজ উল্লাহ। গ্রন্থ‌টি প্রকাশ ক‌রে‌ছে দ্যা ইউ‌নিভাসেল একা‌ডেমি। ইং‌রে‌জি‌ ভাষায় লেখা ৭৭১ পৃষ্ঠা সম্বলিত এই গ্র‌ন্থের মূল্য ধরা হ‌য়ে‌ছে দুই হাজার টাকা। বইটির বিষয়ে মাহফুজ উল্লাহ বলেন, ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি বইয়ের কাজটি তো অনেক বছর ধরে করছি। ৭০০ পৃষ্ঠার বই, দীর্ঘ সময়। এর মধ্যে সর্বশেষ কেয়ারটেকার সরকারের সময় পর্যন্ত তুলে ধরা হয়েছে।’

১৯৪৫ সা‌লের ১৫ আগস্ট জন্মগ্রহণকা‌রী খা‌লেদা জিয়া গত ৮ ফেব্রুয়া‌রি জিয়া অরফা‌নেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হ‌য়ে পুর‌ান ঢাকার সা‌বেক কেন্দ্রীয় কারাগা‌রে ব‌ন্দি র‌য়ে‌ছেন।

প্রকাশনা অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আ‌সিফ নজরুল, অধ্যাপক লাইলা এন ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সা‌বেক রাষ্ট্রদূত আ‌নোয়ার হা‌সিম, অবসরপ্রাপ্ত জজ ও কলা‌মিস্ট ইক‌তেদার আহ‌মেদ, সাংবা‌দিক নুরুল ক‌বির, বিএন‌পির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

সাংবাদিক মাহফুজ উল্লাহ এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ রচনা করেছেন। ওই বইটির নাম ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: অ্যা পলিটিক্যাল বায়োগ্রাফি’।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!