এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আ. লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় ৫১ শতাংশেরও বেশি ‘তরুণ ভোটার’


প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০১৮ ৪:০১ : অপরাহ্ণ 649 Views

নিউজ ডেস্কঃ- দেশের ৫১ দশমিক তিন শতাংশ তরুণ ভোটার আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়। অন্যদিকে ৬৮ দশমিক তিন শতাংশ ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সন্তুষ্ট। এদিকে ৩০ দশমিক দুই শতাংশ তরুণ ভোটার আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। আর ১৮ দশমিক পাঁচ শতাংশ তরুণ ভোটার নির্বাচন নিয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি।

সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটারদের ভাবনা নিয়ে একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’ তরুণ ভোটারদের ভাবনা নিয়ে একটি জরিপ চালায়। ১০ নভেম্বর (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরিপের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম।

প্রতিষ্ঠানটির তথ্য মতে, দেশের মোট ১২টি জেলায় ২১টি বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১৮৬ জন তরুণ ভোটারের অংশগ্রহণে জরিপটি চালানো হয়েছে। এগুলোর মধ্যে রাজধানীর ১০টি ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এতে যারা অংশগ্রহণ করেছে তাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

জরিপের তথ্য অনুযায়ী, বরিশালে অংশ নেন ৬৪জন তরুণ ভোটার। যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক চার শতাংশ; পরিবর্তন চায় ৩৪ দশমিক চার শতাংশ।

চট্টগ্রামে অংশ নেন ২০২ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৫৩ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক সাত শতাংশ।

ঢাকাতে অংশ নেন ৩০৫ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ছয় শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক দুই শতাংশ।
খুলনাতে অংশ নেন ৯৯ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৫১ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ৩৮ দশমিক চার শতাংশ।
ময়মনসিংহে অংশ নেন ৯১ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৭২ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।

রংপুরে অংশ নেন ৯৯ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৫০ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২৩ দশমিক দুই শতাংশ।
রাজশাহীতে অংশ নেন ১৭ জন, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ; পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।
সিলেটে অংশ নেন ৫৩ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৬২ দশমিক তিন শতাংশ; পরিবর্তন চায় ১১ দশমিক তিন শতাংশ।

উল্লেখ্য, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩ দশমিক পাঁচ শতাংশ তরুণ ভোটার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে ধারণা পোষণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!