কালবেলা উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার আর নেই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ মে, ২০২৩ ১২:৩৭ : পূর্বাহ্ণ 195 Views

ভারতের জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক ও ‘কালবেলা’ উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার আর নেই।সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।তার বয়স হয়েছিল ৮১ বছর।তিনি অসুস্থ ছিলেন বেশ কিছু দিন ধরেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে,গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি করানো হয়েছিল সাহিত্য একাডেমি পুরস্কারজয়ী এ সাহিত্যিককে।এর পর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে।আগে থেকেই তার সিওপিডি’র সমস্যা ছিল। ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ও (স্লিপ অ্যাপনিয়া) বাড়তে থাকে।

১৯৭৫ সালে ‘দেশ’ পত্রিকায় তার প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়েছিল।অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে গর্ভধারিণী,সাতকাহন,তেরো পার্বণ,স্বপ্নের বাজার, ভিক্টোরিয়ার বাগান,আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি। তার লেখা কিশোর গোয়েন্দা চরিত্র অর্জুন বাংলা সাহিত্যে জনপ্রিয়তা পেয়েছে। সমরেশের উপন্যাস ‘বুনো হাঁস’ অবলম্বনে তৈরি হয়েছে জনপ্রিয় বাংলা ছবি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!