স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর স্থাপনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ মার্চ, ২০২০ ৯:৩৮ : অপরাহ্ণ 672 Views

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যা সমাধানসহ ৮ দফা দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

সোমবার (৯ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বান্দরবান পার্বত্য জেলা শাখা এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপনের দাবি জানান। একই সাথে শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক ও সব শুণ্যপদে পদোন্নতি, এন্টি পদ ৯ম গ্রেডে উন্নীত করাসহ জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমসহ শিক্ষক সৃত্মি কনা দে, শিমুল বিশ্বাস, আমিনুর রহমান প্রমানিক, নুরুল আলম, সম্পদ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবু তাহেরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন।

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাঁদের দাবি দাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!