

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-শিক্ষার পরিবেশে ও কলেজের সার্বিক অবস্থা পর্যবেক্ষনের জন্য বান্দরবান সদরের বালাঘাটায় অবস্থিত বান্দরবান সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেছে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।গতকাল বুধবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনাররা এই পরিদর্শনে অংশ নেয়।এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে পাঠদান ও দেশের সামগ্রিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।জেলা প্রশাসক কলেজের বিভিন্ন শ্রেনীকক্ষে ক্লাসরত শিক্ষকদের সাথে ও মতবিনিময় করেন।এসময় জেলা প্রশাসক বলেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।সরকারের আন্তরিকতার কারণেই আজ নারীরা এগিয়ে যাচ্ছে।এই সময় তিনি আরো বলেন,লেখাপড়ার কোন বিকল্প নেই।আজ মেধার সাথে মেধার যুদ্ধ হচ্ছে। যে যত বেশি শিক্ষিত সে তত বেশি যোগ্যাতা সম্পন্ন। নারীদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে আর ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিভিন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য সরকারের সকল কর্মপ্রচেষ্টা অব্যাহত আছে বলে ও জেলা প্রশাসক জানান।তিনি আরো বলেন,আমাদের শিক্ষা গ্রহন করলেই শুধু হবে না প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে।শিক্ষার কোন বিকল্প নেই আর শিক্ষিত লোক কখনো পিছুঁ হটে না।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সাথে এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেণু দাস,মিকি মারমা,শারমীন আক্তারসহ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।