

দুই জন কলেজ শিক্ষার্থীকে বই উপহার দিয়েছেন বান্দরবান যুবলীগের আলোচিত দুই নেতা রানা চৌধুরী ও আসিফ আকবর।১২ অক্টোবর বিকাল ৫ টায় উক্ত দুই শিক্ষার্থীর হাতে যৌথ উদ্যোগে সম্পূর্ণ ব্যাক্তিগত তহবিল থেকে দুই শিক্ষার্থীকে বই তুলে দেয়া হয়।এবিষয়ে রানা চৌধুরী ও আসিফ আকবর সিএইচটি টাইমস ডটকম প্রতিবেদক কে বলেন,করোনার মতো দুঃসময় পার করে মানুষ এখন ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে।অর্থের অভাব অনেক শিক্ষার্থী লোকলজ্জায় কাউকে বলতে পারছে না তাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি”র অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে আর্থিক সমস্যার কারনে বই কিনতে না পারা তেমন দুইজন শিক্ষার্থী কে আমরা বই দিতে পেরে আনন্দিত।আমাদের এই যৌথ উদ্যোগ অতীতের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে।