এই মাত্র পাওয়া :

বেল্ট-রশি দিয়ে পেটাল একই প্রতিষ্ঠানের অন্য ছাত্ররা


বান্দরবান অফিস প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০১৮ ১২:১৪ : পূর্বাহ্ণ 921 Views

মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের আবাসিক হোস্টেলের ৯ম শ্রেণির ৫ ছাত্রকে নির্যাতন করেছে একই প্রতিষ্ঠানের ১০ শ্রেণির ছাত্ররা। এ ঘটনায় অভিযুক্ত ৪ ছাত্রকে বহিস্কার করা হযেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ ডিসেম্বর) রাতে।

নির্যাতনের শিকার ছাত্ররা জানায়, তাদের বেধে বেল্ট ও রশি দিয়ে বেধরক পেটানো হয় এবং এ ঘটনা কাউকে না বলার জন্যও তাদের শাসানো হয়।

এদিকে এ ঘটনার পর অভিভাবকদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতিত ছাত্ররা হলো, সাইদুল হাসান বিপু, অন্তর ধর, বায়েজিদ, মেহেদী হাসান হৃদয় ও সাদনান রাজিম ইবান। এরা সবাই ঐ শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির ছাত্র।

অভিভাবক ও ছাত্ররা জানান, রবিবার সন্ধ্যায় ক্যান্টিন এ নাস্তা করতে যাওয়ার সময় দশম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম ইফতি মোবাইল ফোন হোস্টেলের ডেস্কে জমা দিয়ে নাস্তা করতে যায়। পরে ফিরে এসে ডেস্কে মোবাইল না পেয়ে তাদের আগে হোস্টেলে প্রবেশ করা সাইফুল হাসান বিপু, অন্তর ধর, বায়েজিদ, মেহেদী হাসান হৃদয়, সাদনান রাজিম ইবানকে মোবাইল ফোনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

তারা মোবাইল ফোনের বিষয়ে কিছু জানে না বলে জানালে বড় ছাত্ররা ক্ষিপ্ত হয়ে উঠে।

সোমবার গভীর রাতে তামীমের নেতৃত্বে জিসফাকুল হায়দার, সাইদুল ইসলাম ইফতি এবং আকিল হোস্টেলের ৪০৪ নং কক্ষে প্রবেশ করে সাইদুল হাসান বিপু, অন্তর ধর, বায়েজিদ, মেহেদী হাসান হৃদয়, সাদনান রাজিম ইবানকে গোল করে ফ্লোরে বসিয়ে বেল্ট ও রশি দিয়ে বেদম প্রহার করে। এ সময় ছাত্ররা যাতে চিৎকার করতে না পারে তাদের মুখে কাপড় গুজে দেয়া হয়।

রাত ১২ থেকে ৩টা পর্যন্ত তাদের ওপর নির্যাতন চালানো হয় এবং মারধর শেষে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়া হয়। পরে সাইদুল হাসান বিপু ঘটনার বিষয়ে তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষকে জানানো হয়।

এদিকে অধ্যক্ষ অভিযুক্ত ৪ ছাত্রকে হোস্টেল থেকে বহিস্কার করেছে। এ ঘটনার পর থেকে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নির্যাতনের শিকার ছাত্র সাইফুল হাসান বিপুর অভিভাবক রিফাত আলাউদ্দিন জানান, হোস্টেলে নিরাপদে পড়ালেখার জন্য আমারা আমাদের সন্তানকে দিয়েছি। কিন্তু এমন ঘটনা মেনে নেয়া যায়না। কর্তৃপক্ষ যদি দোষী ছাত্রদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

এদিকে ঘটনার বিষয় নিয়ে ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড হোস্টেলের হোষ্টেল সুপার আশরাফ কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করছি এবং অভিযুক্ত ছাত্রদের হোষ্টেল থেকে বের করে হয়েছে। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব।

কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল রেজাউল ইসলাম রেজা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এটি একটি দুঃখজনক ঘটনা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর