বান্দরবানে বই বিতরন উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি


প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৩ ৪:১৩ : অপরাহ্ণ 342 Views

সারা দেশের ন্যায় ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জেলা পর্যায়ে পাঠ্যবই বিতরণ উৎসব এর উদ্বোধন করেছেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।রবিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন জেলা প্রশাসক বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরন করেন।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধান অতিথি ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,বছরের শুরু থেকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।শিক্ষার কোনও বিকল্প নেই।দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনও বিকল্প নাই যে কারনে সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।শিক্ষর্থীদের পড়াশোনার নিশ্চিত করতে নানাভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে সরকার।নানা রকম বৃত্তি ও উপবৃত্তি চালু করেছে। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশীপ দিয়ে বিদেশে পাঠানো হচ্ছে।এই সবকিছুই করা হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের পড়াশোনার গুনগত মান উন্নত করতে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেই আজকে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য তিরিশ কোটি নতুন পাঠ্যবই শিক্ষর্থীদের হাতে পৌছে দিচ্ছে।শিক্ষার মান বাড়াতে আধুনিক কারিকুলাম প্রনয়ন করা হয়েছে।শিক্ষর্থীদের পাশাপাশি শিক্ষকদের সুযোগ সুবিধাও বৃদ্ধি করা হচ্ছে।শিক্ষাকে এগিয়ে নিতে সবকিছু করে যাচ্ছে সরকার।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ,সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মুস্তাফিজ ভুইয়া,প্রধান শিক্ষক দিপ্তী কনা দে ও স্মৃতি কনা দে এবং শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মুস্তাফিজ ভুইয়া জানান,বান্দরবান সদর উপজেলায় মাদ্রাসা,এবতেদিয়া, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে দেড় লক্ষ নতুন পাঠ্যবই বিতরণ করা হচ্ছে।৯০ শতাংশ বই হাতে পেয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এদিকে জেলাজুড়ে ৪৩৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাদের মাঝেও বই বিতরন উৎসব চলছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরও জানান পুরো জেলায় ২০২৩ শিক্ষাবর্ষে ৪৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ লক্ষ ৪০ হাজার বই পাচ্ছে।ইতিমধ্যে ৫৪ শতাংশ বই জেলা প্রাথমিক শিক্ষা অফিস গ্রহণ করেছে।বাকি বইগুলিও দ্রুত জেলা শিক্ষা অফিস গ্রহণ এর অপেক্ষায় আছে।উল্লেখ্য,গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনসিটিবি সুত্রে জানা যায়,২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩৫ কোটি পাঠ্যবই ছাপানোর কথা রয়েছে।এর মধ্যে প্রাথমিক পর্যায়ের পাঠ্যবই প্রায় ১০ কোটি।বাকি ২৫ কোটি মাধ্যমিক ও অন্যান্য বিষয়ের বই রয়েছে।বই উৎসবের আগে মাধ্যমিক পর্যায়ের ৮০ শতাংশ বই জেলায় জেলায় পৌঁছে গেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!