জেলা প্রশাসক ঘোষিত অনুদানের চেক পেলো জাগো স্কুল


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২২ ২:৪৪ : পূর্বাহ্ণ 300 Views

বান্দরবান পার্বত্য জেলায় সুশিক্ষার পথ সুগম করার লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী জাগো ফাউন্ডেশন এর অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান জাগো স্কুল কে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনুদান হিসেবে ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন।ডিসি বান্দরবান ফেসবুক প্রোফাইল এর একটি পোস্ট এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জাগো স্কুল এর এডমিন অফিসার সাইদুল ইসলাম মিঠুর হাতে অনুদান চেকটি তুলে দেন।।প্রসঙ্গত,গত মঙ্গলবার (২৬ জুলাই) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জেলার লালমোহন বাগান সংলগ্ন দাঁতভাঙ্গা পাড়া এলাকায় অবস্থিত জাগো স্কুল এর অনলাইন শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।পরে তিনি অভিবাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জাগো স্কুল কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন।তখন তিনি,পাহাড়ী জনপদে এই ধরনের একটি স্কুলে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় জাগো স্কুল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা অনুদান প্রদান এর বিষয়টি ঘোষণা করেন।এরই অংশ হিসেবে বুধবার শিক্ষা প্রতিষ্ঠান এর এডমিন অফিসার কে চেক তুলে দেন।

উল্লেখ্য,জাগো ফাউন্ডেশন এর এই অনলাইন স্কুলটি তে ২৭৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।এই স্কুলে ফিজিক্যাল টিচার হিসেবে ১২ জন শিক্ষক সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটি শিফটে ক্লাস নিয়ে থাকেন।ঢাকা থেকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিসকোর ‘ওয়েবয়েক্স’ নামের সফটওয়্যার এর মাধ্যমে স্কাইপ সহায়তায় লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নেওয়া হয়।সরকারি শিক্ষা কারিকুলাম অনুযায়ী এই স্কুলে পাঠদান করানো হয়।প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীরা এই স্কুলে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!