

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর কৃতি শিক্ষার্থীদের স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এই কৃতি শিক্ষার্থীদের স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।একই দিন বার্ষিক পরীক্ষা-২২ এর ফলাফল প্রকাশ করা হয়।স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম।এছাড়াও অভিবাবক সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,বান্দরবান এর জজ মো.সাইফুর রহমান সিদ্দিক (সদ্য বিদায়ী),সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক,অভিবাবক এবং শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এদিন নার্সারি থেকে শুরু করে নবম শ্রেনী পর্যন্ত ৩৩জন মেধাবী শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হয়।বান্দরবান এর জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি এর সভাপতি ইয়াছমিন পারভিন তিবরীজি এর নির্দেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মনযোগ বাড়ানোর লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই অভিনব এই উদ্যোগ গ্রহণ করেছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ।
অভিবাবকরা জানিয়েছেন এতে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।এছাড়াও পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তাদের মাঝে একটি প্রতিযোগিতা সৃষ্টি হলো।কারন হিসেবে অভিবাবকরা বলেন,একজন শিক্ষার্থী যখন দেখবে ভালো ফলাফল করায় তারই একজন সহপাঠী কৃতি স্মারক পেলো কিন্তু সে পেলোনা তখন তার প্রভাবে ওই শিক্ষার্থীও পড়াশোনার প্রতি আরও বেশি মনযোগী হবে।জানা যায়,১৯৮২ সালে স্থাপিত বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বর্তমানে ১২ শত শিক্ষার্থী অধ্যায়নরত আছে।